ইবিতে বাংলা বিভাগের আয়োজনে কবিতা পাঠ ও প্রত্যবেক্ষণ

মিজানুর রহমান, ইবি প্রতিনিধি:
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগ ও রবীন্দ্র নজরুল চর্চা কেন্দ্র কর্তৃক “কবি ও কবিতা: পাঠ ও প্রত্যবেক্ষণ” শিরোনামে কবিতা পাঠ ও প্রত্যবেক্ষণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ আগষ্ট) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের ১০৫ নং কক্ষে এই অনুষ্ঠান আয়োজিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলা বিভাগের অধ্যাপক এবং শিল্প সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক লিটল ম্যাগাজিন ” শিল্পতীর্থ” এর সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার রায়।
বাংলা বিভাগের শিক্ষার্থী মো. লোকমান শাকিল ও তানভীন ইমা’র উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. মনজুর রহমান। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো. সরওয়ার মুর্শেদ, অধ্যাপক ড. মো. রেজাউল করিম, অধ্যাপক ড. মো. বাকী বিল্লাহ এবং স্নাতকে অধ্যয়নরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এসময় শিক্ষার্থীরা শিল্পতীর্থ ম্যাগাজিনে প্রকাশিত কবিতা, আমন্ত্রিত অতিথিদের রচিত বিভিন্ন কবিতা আবৃত্তি এবং নিজেদের রচিত প্রবন্ধ পাঠ করেন।
এসময় আমন্ত্রিত অতিথিরা তাদের রচিত কবিতা পাঠ ও বিশ্লেষণ করেন এবং শিক্ষার্থীদের সাহিত্য চর্চা, রচনা ও আদর্শ জীবন গঠনে অনুপ্রেরণা দেন।
সমাপনী বক্তব্যে অধ্যাপক ড. তপন কুমার রায় বলেন, আজকে তোমাদের আবৃত্তি শুনে আমি অভিভূত। আবৃত্তিতে তোমরা তোমাদের মেধার বহিঃপ্রকাশ ঘটিয়েছো। সকলের প্রতি কৃতজ্ঞতা, তোমাদের সকলের মঙ্গল কামনা করছি।