শিক্ষাঙ্গন

ইবিতে স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের ১৭তম বছরে পদার্পণ

মিজানুর রহমান, ইবি প্রতিনিধি:

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অন্যতম অরাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘তারুণ্য’ ১৭তম বছরে পদার্পণ করেছে।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি করিডোরে কেক কাটা, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের বর্তমান সভাপতি মুরসালিন ইসলাম তুরান, সাবেক সভাপতি মারুফ হোসেন, আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক রিফাত মাশরাফি প্রত্যয়, ফাবিহা বুশরা ও অন্যান্য সদস্যরা। সঞ্চালনায় ছিলেন তাবাসসুম মোহসীনা।

আলোচনায় মারুফ হোসেন বলেন, “তারুণ্য ১৬ বছর পেরিয়ে ১৭ বছরে পদার্পণ করলো। আমরা চাই সাবেক ও বর্তমান সদস্যদের নিয়ে একটি পূর্ণমিলনী আয়োজন করতে। এছাড়া সংগঠনের লাইব্রেরির জন্য একটি ভ্যান চালু ও ডিজিটাল রক্তদান অ্যাপস চালুর পরিকল্পনাও রয়েছে।”

সাবেক সভাপতি আমিনুল ইসলাম বলেন, “২০০৯ সাল থেকে ‘তারুণ্য’ নিয়মিত রক্তদানসহ বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে আসছে। প্রতিদিন দুই-তিন ব্যাগ রক্তের ব্যবস্থা করা হয়, যা বহু মানুষের জীবন রক্ষা করেছে।”

বর্তমান সভাপতি মুরসালিন ইসলাম তুরান বলেন, “সংগঠনের সদস্যরা আন্তরিকভাবে বিভিন্ন সামাজিক উদ্যোগে কাজ করছে। এই আন্তরিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আমি বিশ্বাস করি।”

উল্লেখ্য, ২০০৯ সালের ২৯ জুলাই প্রতিষ্ঠিত ‘তারুণ্য’ ইসলামী বিশ্ববিদ্যালয়সহ আশপাশের এলাকায় রক্তদান, সচেতনতামূলক ক্যাম্পেইন, শিক্ষাসেবাসহ বিভিন্ন সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

Uncategorized শিক্ষাঙ্গন

নাজিরপুরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি :বিএনপির কেন্দ্রীয় কমিটি অন্যতম সদস্য, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের বরিশাল বিভাগীয় সমন্বয়ক ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ
Uncategorized শিক্ষাঙ্গন সারাদেশ

পিরোজপুর ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মতবিনিময়

পিরোজপুর প্রতিনিধি: ইসলামি আরবি বিশ্ববিদ্যায়ের উপাচার্যের পিরোজপুরে আগমন উপলক্ষে সংবর্ধনা, আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩০ নভেম্বর) সকালে পিরোজপুর