শিক্ষাঙ্গন

ইবি ছাত্রীকে মারধরের ঘটনায় খেলাফত ছাত্র মজলিসের নিন্দা ও প্রতিবাদ

মিজানুর রহমান, ইবি প্রতিনিধি:

কুষ্টিয়া থেকে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে ফেরার পথে অতিরিক্ত ভাড়া চাওয়াকে কেন্দ্র করে জনি পরিবহনের এক বাস সহকারীর হাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী মারধর ও হেনস্তার শিকার হয়েছেন। ঘটনাটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।

 

মঙ্গলবার (১৫ জুলাই) বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার প্রচার সম্পাদক হাবিবুর রহমান জুনাঈদ‘র স্বাক্ষরিত এক বিবৃতিতে এতথ্য জানা যায়।

 

বিবৃতি সূত্রে, এক বিবৃতিতে শাখা সভাপতি সাদেক আহমদ ও সাংগঠনিক সম্পাদক জুনায়েদ খান বলেন, “ছাত্রীকে মারধর ও হেনস্তার ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক। নারী শিক্ষার্থীর প্রতি এমন আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে জড়িতদের চিহ্নিত করে আইনগত শাস্তির আওতায় আনতে হবে।”

 

নেতৃবৃন্দ আরও বলেন, “যাত্রী নিরাপত্তা নিশ্চিত করা পরিবহন সংস্থার দায়িত্ব। কিন্তু কিছু চালক ও সহকারীর বেপরোয়া আচরণে শিক্ষার্থীরা আজ অনিরাপদ হয়ে পড়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে।”

 

সংগঠনটি ভুক্তভোগী শিক্ষার্থীর প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ কামনা করেছে।

You may also like

Uncategorized শিক্ষাঙ্গন

নাজিরপুরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি :বিএনপির কেন্দ্রীয় কমিটি অন্যতম সদস্য, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের বরিশাল বিভাগীয় সমন্বয়ক ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ
Uncategorized শিক্ষাঙ্গন সারাদেশ

পিরোজপুর ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মতবিনিময়

পিরোজপুর প্রতিনিধি: ইসলামি আরবি বিশ্ববিদ্যায়ের উপাচার্যের পিরোজপুরে আগমন উপলক্ষে সংবর্ধনা, আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩০ নভেম্বর) সকালে পিরোজপুর