শিক্ষাঙ্গন

ইবি রোভার স্কাউটের ক্যাম্পফায়ার ও তাঁবু জালসা

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ক্যাম্পফায়ার ও তাঁবু জালসা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭ টায় বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে বার্ষিক তাঁবুবাস ও দীক্ষানুষ্ঠানে এ আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সভাপতি ও উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ ক্যাম্পফায়ার অনুষ্ঠানের উদ্বোধন ঘোষনা করেন।

এসময় অগ্নি প্রজ্জ্বলন করে ক্যাম্পফায়ার গানের তালে তালে আগুনের চারপাশে রোভার ও সহচরেরা নৃত্য করতে থাকে। এরপর অতিথিরা বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন। পরবর্তীতে বিভিন্ন নাটিকা ও নৃত্য পরিবেশিত হয়।

এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. মো. তোফাজ্জল হোসেন, অধ্যাপক এ.বি.এম জাকির হোসেন। এছাড়াও কুষ্টিয়া জেলা স্কাউটের সম্পাদক অধ্যাপক ড. শামসুল ইকবাল, ইবি রোভার স্কাউট গ্রুপের সম্পাদক ও আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক মো. রফিকুল উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অধ্যাপক ড. মো. তোজাম্মেল হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয় থেকে একজন শিক্ষার্থী যখন বের হয়, তখন সকল বিষয়ে তার কিছু না কিছু জ্ঞান থাকে। এর জন্যই অ্যাকাডেমিক কারিকুলামে বাইরে আমার এমন কার্যক্রম রেখেছি।”

তিনি আরো বলেন, “তোমারদের রোভার স্কাউট গ্রুপের সম্পাদক অত্যন্ত পরিশ্রমী, আশা করি তার নেতৃত্ব ইসলামী বিশ্ববিদ্যালয় রোভার একটি গুরুত্বপূর্ণ ইউনিটে পরিণত হবে। দেশে-বিদেশে বিভিন্ন জায়গাতে ইবি’র শিক্ষার্থীর মর্যাদার সাথে আছে তোমরাও তেমনি ভাবে সবখানে ছড়িয়ে যাবে।”

 

উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী বলেন, “এমন সাজানো গোছালো স্কাউট প্রোগ্রাম আমি এর আগে দেখিনি। এই কার্যক্রম গুলো আমাদের শিক্ষাক্রমের সাথে ওতপ্রত ভাবে জড়িত৷ শিক্ষা, সেবা, শৃঙ্খলাবোধ, দায়িত্বশীলতা এবং সমাজসেবার মানসিকতা গড়ে তোলার উদ্দেশ্যে স্কাউটি আন্দোলন শুরু হয়েছিল। তোমরা তাঁবুবাস ও দীক্ষানুষ্ঠান থেকে অর্জিত জ্ঞান বিশ্বমানবতার কল্যাণে প্রচার করে সকলকে উদ্ভুদ্ধ করবে।”

বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সভাপতি ও উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “আগুনের প্রজ্জ্বলন আমাদের মনের সকল কালো দূর করে দেয়। এই ক্যাম্পাফায়ার অনুষ্ঠানের মাধ্যমে তোমরা যে প্রতিজ্ঞা তোমরা করেছো, তোমরা যেন রোভারের আদর্শ ও উদ্দেশ্য service to the community এই প্রত্যয়ে নিজেদের কে সম্পৃক্ত করতে পারো।”

You may also like

Uncategorized শিক্ষাঙ্গন

নাজিরপুরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি :বিএনপির কেন্দ্রীয় কমিটি অন্যতম সদস্য, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের বরিশাল বিভাগীয় সমন্বয়ক ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ
Uncategorized শিক্ষাঙ্গন সারাদেশ

পিরোজপুর ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মতবিনিময়

পিরোজপুর প্রতিনিধি: ইসলামি আরবি বিশ্ববিদ্যায়ের উপাচার্যের পিরোজপুরে আগমন উপলক্ষে সংবর্ধনা, আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩০ নভেম্বর) সকালে পিরোজপুর