শিক্ষাঙ্গন

ইবি শিক্ষার্থী সাজিদের অস্বাভাবিক মৃত্যুতে জিয়া পরিষদের শোক ও সুষ্ঠু তদন্তের দাবি  

মিজানুর রহমান, ইবি প্রতিনিধিঃ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাহ আজিজুর রহমান হল সংলগ্ন পুকুর থেকে মৃত অবস্থায় আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। ওই শিক্ষার্থীর এমন আকস্মিক ও রহস্যময় মৃত্যুতে গভীর শোক ও পরিবার-পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছে বিশ্ববিদ্যালয়ের বিএনপি পন্থী শিক্ষক সংগঠন জিয়া পরিষদ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা। 

শুক্রবার (১৮ আগস্ট) রাতে জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. মোঃ ফারুকুজ্জামান খান ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম সাক্ষরিত এক বিবৃতিতে তারা এ শোক প্রকাশ করেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সাজিদ আব্দুল্লাহ ছিলেন একজন মেধাবী ও প্রতিভাবান তরুণ; লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সঙ্গীতসহ নানা সৃষ্টিশীল কর্মকাণ্ডে নিয়মিত অবদান রেখেছেন। সাজিদ আব্দুল্লাহর মৃত্যুর কারণ নিয়ে ক্যাম্পাসের সকল মহলে তাৎক্ষণিক নানা প্রশ্ন আলোচিত হয়েছে। জানা যায় সাজিদ আব্দুল্লাহ ছিলেন সুস্থ-সবল ও সাতারে অভিজ্ঞ টগবগে যুবক। মৃত্যুর ২৪ ঘন্টা পরেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উপযুক্ত তথ্য প্রদানে ব্যার্থতা, তদন্তের উদ্যোগ না নেয়া এবং থানায় মামলা না হওয়া রহস্যজনক। জিয়া পরিষদ, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে প্রশাসনের এই ব্যার্থতায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি এবং একই সাথে প্রশাসনের কাছে এই মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে অবিলম্বে সরকারী প্রশাসনের সমন্বয়ে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন ও কার্যকর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি। মহান আল্লাহর দরবারে মরহুম সাজিদ আব্দুল্লাহর রূহের মাগফিরাত ও জান্নাতুল ফেরদাউস কামনা করছি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

Uncategorized শিক্ষাঙ্গন

নাজিরপুরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি :বিএনপির কেন্দ্রীয় কমিটি অন্যতম সদস্য, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের বরিশাল বিভাগীয় সমন্বয়ক ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ
Uncategorized শিক্ষাঙ্গন সারাদেশ

পিরোজপুর ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মতবিনিময়

পিরোজপুর প্রতিনিধি: ইসলামি আরবি বিশ্ববিদ্যায়ের উপাচার্যের পিরোজপুরে আগমন উপলক্ষে সংবর্ধনা, আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩০ নভেম্বর) সকালে পিরোজপুর