শিক্ষাঙ্গন

ইবি সায়েন্স ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও বিদায় অনুষ্ঠান

ইবি প্রতিনিধি:

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিজ্ঞানমনা শিক্ষার্থীদের সংগঠন ইসলামী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও বিদায় অনুষ্ঠান -২০২৫ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৩০ আগস্ট) দুপুর একটায় বিশ্ববিদ্যালয়ের ইবনে সিনা বিজ্ঞান ভবনের ১০২ নম্বর কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি সেলের পরিচালক ও ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো. শাহজাহান আলী, ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. শরিফুল ইসলাম, ফার্মেসি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মিজানুর রহমান, আইসিটি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন, উপদেষ্টা সহকারী অধ্যাপক ইনজামুল হক সজল। এছাড়াও ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো শফিক রহমান, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আরমান হোসেন, প্রতিষ্ঠাতা সহ-সভাপতি শাহ মোহাম্মদ নাঈম, সাবেক সভাপতি নিরব হোসেন রনি, বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি ইজমাতুল ফেরদৌস লিভা, সাধারণ সম্পাদক জুনাইদুল মুস্তফা।

 

এসময় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ইবি সায়েন্স ক্লাব বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান সংশ্লিষ্ট বিভাগগুলো নিয়ে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। এসময় তিনি ক্লাবের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।

 

তিনি ক্লাবের কার্যক্রম গতিশীল করতে দশ হাজার টাকা অর্থ প্রদানের ঘোষণা দেন। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের নিবন্ধন প্রাপ্ত হওয়ায় ইবি সায়েন্স ক্লাবের কার্যক্রম পরিচালনা করার জন্য স্থায়ীভাবে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসিতে একটি অস্থায়ী কক্ষ এবং পরবর্তীতে নির্মানাধীন একাডেমিক ভবনে একটি স্থায়ী কক্ষ বরাদ্দ দেয়ার প্রতিশ্রুতি দেন।

You may also like

Uncategorized শিক্ষাঙ্গন

নাজিরপুরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি :বিএনপির কেন্দ্রীয় কমিটি অন্যতম সদস্য, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের বরিশাল বিভাগীয় সমন্বয়ক ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ
Uncategorized শিক্ষাঙ্গন সারাদেশ

পিরোজপুর ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মতবিনিময়

পিরোজপুর প্রতিনিধি: ইসলামি আরবি বিশ্ববিদ্যায়ের উপাচার্যের পিরোজপুরে আগমন উপলক্ষে সংবর্ধনা, আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩০ নভেম্বর) সকালে পিরোজপুর