সারাদেশ

ইয়্যুথ স্মার্ট ফাউন্ডেশন-ওয়াই এস এফ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন

 

তৌফিক তাপস, নওগাঁ জেলা প্রতিনিধি: “আমার রক্তে বাঁচবে প্রাণ,
স্বেচ্ছায় করি রক্তদান”
এই স্লোগানকে সামনে রেখে ইয়্যুথ স্মার্ট ফাউন্ডেশন-ওয়াই এস এফ এর উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ জুলাই) অর্ধদিনব্যাপী নওগাঁ সদর উপজেলার শিকারপুর ইউনিয়নে শৈলকোপা হাফিজিয়া কামিল মাদ্রাসা সহ গ্রামের ১০ থেকে ২৫ বছর বয়সী ২০০+ শিক্ষার্থী সহ গ্রামবাসীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম পরিচালিত হয় এবং রক্তের গ্রুপ নির্ণয়ের কার্ড প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ইয়্যুথ স্মার্ট ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা তসলিমা ফেরদৌস, উপদেষ্টাগণ, সভাপতি মো ফরহাদ আলী , সাংগঠনিক সম্পাদক অসিম মুন্ডা, দপ্তর সম্পাদক সাদিক সিরাজ কার্যকরি সদস্য মো নিরব হোসেন, সদস্য মো মিজানুর রহমান, আব্দুল মজিদ,আল-আমীন,ইকু ইসলাম, মারিয়া প্রমুখ।
শৈলকোপা হাফিজিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল জনাব মোঃ রেজাউল করিম বলেন বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি একটি মহৎ উদ্যোগ। এমন অনেকেই আছে যারা নিজের ব্লাড গ্রুপ জানে না। আজকের এই কর্মসূচির মাধ্যমে তারা নিজেদের রক্তের গ্রুপ সম্পর্কে অবগত হলো। আমি এই মহতী উদ্যোগকে স্বাগত জানাই।
ইয়্যুথ স্মার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জনাব তসলিমা ফেরদৌস বলেন “রক্তের বিকল্প শুধুই রক্ত” তাই ১৮ থেকে ৫০ বছর বয়স পর্যন্ত প্রতি চার মাস পর পর প্রত্যেককে রক্ত দিতে হবে।
সভাপতি মহোদয় বলেন- আমাদের ইয়্যুথ স্মার্ট ফাউন্ডেশনে উদ্যোগে আমরা নিয়মিত বিনামূল্যে শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন আয়োজন করি। আজ সকাল থেকে শিক্ষার্থীরা এখানে রক্তের গ্রুপ পরিক্ষা করছে। রক্তের গ্রুপ পরিক্ষার পাশাপাশি আমাদের সংগঠনের সদস্য সংগ্রহ এবং রক্তদাতা সংগ্রহ করা হয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,