ঈদ শুভেচ্ছা জানালেন অনলাইন ট্যুরিজম এসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি হাসান মাহমুদ বাপ্পি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অনলাইন ট্যুরিজম এসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি এবং বাংলাদেশ রিজার্ভ সার্ভিস ও বাংলাদেশ ট্যুরিজম গ্রুপের কর্ণধার হাসান মাহমুদ বাপ্পি।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল ফিতর শান্তি, আনন্দ ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে। এই উৎসব আমাদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়ায়। আমি দেশ-বিদেশের সকল পর্যটক, ভ্রমণপ্রেমী এবং বাংলাদেশের সর্বস্তরের জনগণকে জানাই ঈদের আন্তরিক শুভেচ্ছা। আসুন, আমরা সবাই মিলে ভালোবাসা ও সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় করি এবং একে অপরের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিই।”
তিনি আরও বলেন, “ঈদ শুধু আনন্দ উদযাপনের দিনই নয়, বরং এটি একটি উপলক্ষ, যেখানে আমরা আমাদের চারপাশের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কথা ভাবতে পারি। ঈদের আনন্দ সকলের মাঝে ভাগ করে নেওয়াই আমাদের প্রকৃত মানবিক দায়িত্ব। তাই এই দিনে আসুন, আমরা সবাই মানবতার সেবায় একসঙ্গে কাজ করি এবং দেশকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধ হই।”
বাংলাদেশের পর্যটন শিল্পের উন্নয়নে কাজ করার আহ্বান
হাসান মাহমুদ বাপ্পি দেশের পর্যটন শিল্পের উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, “বাংলাদেশের অপার সম্ভাবনাময় পর্যটন খাতকে এগিয়ে নিতে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। নিরাপদ ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার জন্য সরকার, বেসরকারি প্রতিষ্ঠান ও পর্যটন সংশ্লিষ্ট সকলকে আরও উদ্যোগী হতে হবে। ঈদ উদযাপনের পাশাপাশি আমরা যদি দেশের পর্যটন খাতের প্রতি যত্নবান হই, তাহলে এ খাত দেশের অর্থনীতিতে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।”
তিনি আরও বলেন, “পর্যটন শুধু একটি শিল্প নয়, এটি আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতিচ্ছবি। আমরা চাই, দেশ-বিদেশের পর্যটকদের জন্য বাংলাদেশকে আরও আকর্ষণীয় ও নিরাপদ করে তুলতে। এজন্য আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টা দরকার।”
সকলের সুস্থ ও নিরাপদ ঈদ উদযাপনের আহ্বান
শুভেচ্ছা বার্তায় তিনি আরও বলেন, “ঈদের এই আনন্দঘন মুহূর্তে আমি দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। আসুন, আমরা সবাই ঈদের শিক্ষা থেকে অনুপ্রাণিত হয়ে ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতা বাড়িয়ে তুলি। সকলে সুস্থ ও নিরাপদে ঈদ উদযাপন করুন—এই প্রত্যাশা করি।”
তিনি সকল ভ্রমণপ্রেমী, পর্যটক ও দেশবাসীর প্রতি ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন,
“ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ ও সমৃদ্ধি। ঈদ মোবারক!”