উৎসব আমেজে ফেনীর সোনাগাজী সমিতি ঢাকার বাংলা বর্ষবরণ উদযাপন।

উৎসব আমেজে ফেনীর সোনাগাজী সমিতি ঢাকার বাংলা বর্ষবরণ উদযাপন।
মশি উদ দৌলা রুবেল ফেনী:
মুছে যাক গ্লানি,ঘুচে যাক জরা,অগ্নিস্নানে শুচি হোক ধরা।১লা বৈশাখ,১৪৩২ বঙ্গাব্দ বেশ জাঁকজমকপূর্ণ পরিবেশেই পালিত হলো বাঙালির প্রাণের উৎসব বর্ষবরণ।কেক কেটে,মিষ্টি মুখ করে আনন্দ উৎসবের মধ্য দিয়ে সোনাগাজী সমিতি ঢাকা বঙ্গাব্দ ১৪৩২ বরণ করে নিয়েছে।নতুন স্বপ্ন,প্রত্যাশা আর সম্ভাবনায় পূর্ণতা পাক প্রতিটি বাঙালির প্রাণ।বাংলার চিরায়ত উৎসবের নতুন বছর নিয়ে আসুক অনাবিল সুখ,শান্তি আর সমৃদ্ধি।
বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে সোনাগাজী সমিতি ঢাকার সদস্যবৃন্দ সংক্ষিপ্ত পরিসরে এক বৈশাখী মিলন মেলার আয়োজন করে।বিশিষ্ট সমাজসেবক,ব্যবসায়ী, ও সোনাগাজী উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভুঁইয়া ও আইইবির ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিভিশনের চেয়ারম্যান কাজী মোতাহার হোসেন অনুষ্ঠানে উপস্থিত হয়ে মিলন মেলাকে প্রাণবন্ত করে তোলেন।মিলন মেলায় অনুভূতি প্রকাশকালে খুরশিদ আলম ভুঁইয়া প্রধান অতিথির বক্তব্যে বলেন,সোনাগাজী সমিতি ঢাকার বুকে গড়ে ওঠা সোনাগাজী বাসীর একটি আপন ঠিকানা। ঢাকায় অবস্থানরত সোনাগাজী উপজেলার নানা শ্রেণি-পেশার মানুষ এই সমিতির মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে সুখে দুখে সবসময় একে অপরের পাশে থাকে।এই সমিতির মাধ্যমে দলমত নির্বিশেষে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে সোনাগাজীবাসীর কল্যাণে কাজ করে যাচ্ছে।যারা এই সমিতির মাধ্যমে সোনাগাজীবাসীকে একটি সুশৃঙ্খল প্লাটফর্মে এনেছেন সকলের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা ও মোবারকবাদ জানাচ্ছি।আমি আশা করবো অতীতের ন্যায় ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। একই সাথে আগামীতে আমরাও সোনাগাজী সমিতি ঢাকার পাশে থেকে সোনাগাজী বাসীর কল্যাণে কাজ করবো,ইনশাআল্লাহ।অন্যান্যরাও একই মনোভাব ব্যক্ত করে অনুভূতি প্রকাশ করেন।অনুষ্ঠানে সোনাগাজী সমিতি ঢাকার নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ নুর আলম সোহেল,সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম রাজ, তথ্য সম্পাদক মোর্শেদ আলম প্রিন্স,আইন সম্পাদক, এড.মাইনুদ্দিন ফারুকী,নির্বাহী সদস্য জাতীয় বিশ্ব বিদ্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মোস্তফা, প্রচার ও প্রকাশনা সম্পাদক আকরাম হোসেন রিংকু, দপ্তর সম্পাদক নুর করিম ভুইয়া,যুব কল্যাণ সম্পাদক জামাল উদ্দিন পাটোয়ারী,নির্বাহী সদস্য মাঈন উদ্দিন চিশতী,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মিজানুর রহমান,উপঃ দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন হেলাল,নির্বাহী সদস্য ফখরুল ইসলাম জাহাঙ্গীর,নির্বাহী সদস্য মোঃশরিয়ত উল্লাহ,সদস্য আবু আহমেদ,প্রিমিয়ার ব্যাংকের এবিপি শাহাদাত হোসেন শিমুল,এম এ আজিজ রাসেল প্রমুখ। নির্বাহী কমিটির সদস্য ডিসিএটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশাররফ হোসেন চীন থেকে অনলাইনে সম্পৃক্ত থেকে মিলন মেলা উপভোগ করেন।
মশি উদ দৌলা রুবেল ফেনী
০১৮১৪৯৪৮০৬২