এন্টিভেনম সংকট – সাপের কামড়ে অকালে ঝড়ে পড়ছে তাজা প্রাণ
মোঃ মনিরুজ্জামান অনিকঃ বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে গত দুই সপ্তাহে সাপের কামড়ে স্কুল শিক্ষার্থীসহ ৫ জন মারা গেছেন। জেলা হাসপাতালে পর্যাপ্ত সাপের বিষের প্রতিষেধক (এন্টিভেনম) না থাকায় সাপে কাটা রোগীর মৃত্যু বাড়ছে বলে অভিযোগ স্থানীয়দের।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার ও পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম ওই পাঁচজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন জানান, এন্টিভেনমের জন্য কর্তৃপক্ষের সাথে যোগাযোগ হয়েছে। শিগগিরই সংকট সমাধানের আশ্বাস দেন তিনি।
খোঁজ নিয়ে জানা গেছে,গত শনিবার বিকেলে সাপের কামড়ে মারা যায় আরেক স্কুল শিক্ষার্থী-তারেক রহমান৷ আরও সাপের কামড়ে গত শুক্রবার রাতে দিনাজপুর মেডিকেলে নেওয়ার পথে দশমাইলে মারা যায় সাকিবুল ইসলাম (১২) নামের এক কিশোর।তার বাড়ি বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের বাদামবাড়ী কদমতলা গ্রামে।
নিহতদের স্বজনের অভিযোগ, স্থানীয় হাসপাতালে এন্টিভেনম না থাকায় দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নেয়ার সময় মারা যায় সাদিক।
সাপের কামড়ে মৃত সাকিবুলের বাবা ইসরাইল হোসেন আহাজারি করে বলেন, ‘চিকিৎসা না থাকলে হাসপাতাল রাখার কি দরকার! চিকিৎসার অভাবে আমার সন্তানটা মারা গেল৷ যদি সময় মতো এন্টিভেনম পাওয়া যেত তাহলে বেঁচে যেত মোর বুকের মানিক।’