কবি গাউসুর রহমানের জন্মদিনে ময়মনসিংহে বর্ণাঢ্য সাহিত্য আয়োজন

ময়মনসিংহ প্রতিনিধি:আশির দশকের অন্যতম খ্যাতিমান কবি ও প্রাবন্ধিক গাউসুর রহমানের জন্মদিন উপলক্ষে ময়মনসিংহ সরকারি টিচার্স ট্রেনিং কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য সাহিত্যসভা। বুধবার বিকেল ৫ টায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে কবি, লেখক, শিক্ষক ও সংস্কৃতিসেবীদের মিলনমেলায় পরিণত হয় পুরো ক্যাম্পাস।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. খন্দকার মোহাম্মদ আশরাফুল মুনিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. আনিছা পারভীন এবং ময়মনসিংহ সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জয়নাল আবেদীন খান।
সভায় কবির সাহিত্যজীবন ও অবদান নিয়ে বক্তব্য রাখেন কবি শামসুল ফয়েজ, কবি সোহরাব পাশা, প্রফেসর কবি আলী ইদ্রিস, প্রফেসর কবি মঈন হুদা এবং ছড়াকার ও গবেষক স্বপন ধর।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কবি আসাদ উল্লাহ, এবং স্বাগত বক্তব্য রাখেন কবি ও সাংবাদিক স্বাধীন চৌধুরী।
সঞ্চালনা করেন স্বর্ণা চাকলাদার ও জুবায়েদ ইবনে সাঈদ।
কবি গাউসুর রহমান জন্মদিন উদযাপন কমিটির আহ্বায়ক ছিলেন কবি আসাদ উল্লাহ, যুগ্ম আহ্বায়ক কথাশিল্পী মাহমুদ বাবু এবং সদস্য সচিব ছিলেন কবি স্বাধীন চৌধুরী।
অনুষ্ঠানে কবি গাউসুর রহমান উপস্থিত থেকে চমৎকার, আবেগঘন অনুভূতি প্রকাশ করেন।
আয়োজকদের মতে, এই অনুষ্ঠানকে ঘিরে ময়মনসিংহে সৃষ্টি হয় এক সাহিত্য ও সংস্কৃতির অনন্য উৎসবমুখর পরিবেশ। কবিতা পাঠ, প্রবন্ধ আলোচনা ও স্মৃতিচারণার মধ্য দিয়ে উদযাপিত হয় কবি গাউসুর রহমানের সৃষ্টিশীল জীবন, মনন ও সাহিত্যকর্মের দীপ্তি।