কলমাকান্দায় দিনব্যাপী শিশু মেলা

লিয়াকত আলী, স্টাফ রিপোর্টার (নেত্রকোনা):
শিশুদের সৃজনশীল বিকাশ, মননশীলতা ও সাংস্কৃতিক চর্চাকে উৎসাহ দিতে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো দিনব্যাপী বর্ণাঢ্য শিশু মেলা।
বুধবার বরুয়াকোনা সাধু ফ্রেডারিক উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষক-শিক্ষার্থীদের উদ্যোগে এবং কারিতাস ময়মনসিংহ অঞ্চলের ইসিপিএম প্রকল্পের সহায়তায় এই উৎসবমুখর আয়োজন হয়।
মেলায় বসে তিনটি মনোমুগ্ধকর স্টল— বিজ্ঞান, কৃষি, শিল্প ও সংস্কৃতি— যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী চিন্তা ও দক্ষতা তুলে ধরে। বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী চলে নানা আয়োজন—আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মজার খেলাধুলা।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেভা. ফাদার বিপিন নকরেক। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত। তিনি বলেন, “শিশুরা জাতির ভবিষ্যৎ। তাদের মানসিক ও সৃজনশীল বিকাশে এ ধরনের মেলার গুরুত্ব অপরিসীম।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খারনৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল হক, ইসিপিএম প্রকল্পের কর্মকর্তা রোজী সাংমা, জুড প্লাবিয়ানসহ আরও অনেকে।
মেলার সাংস্কৃতিক পর্বে শিক্ষার্থীদের পরিবেশনায় ছিল গান, নৃত্য ও কবিতা আবৃত্তি, যা উপস্থিত দর্শকদের মন জয় করে নেয়। দিনশেষে প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন ইউএনও ফাইযুল ওয়াসীমা নাহাত।
এই আয়োজন প্রমাণ করে, সঠিক দিকনির্দেশনা ও সহযোগিতা পেলে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরাও নিজেদের প্রতিভা ও স্বপ্নকে সার্থকভাবে বিকশিত করতে সক্ষম