কলাপাড়ায় আলীপুর মৎস্য আড়তের আলোচিত হত্যা মামলার অন্যতম পলাতক আসামী গ্রেফতার

আসাদুল্লাহ হাসান মুসা, পটুয়াখালী প্রতিনিধিঃ- পটুয়াখালীর কলাপাড়ার আলীপুর মৎস্য আড়তে ট্রলার মালিকপক্ষের হামলায় জেলে হেলাল হত্যার ঘটনায় দায়ের করা মামলার অন্যতম পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প ও র্যাব-৬, সদর ব্যাটালিয়নের একটি যৌথ দল সোমবার (০৮ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যা ৬টা ৫ মিনিটে বাগেরহাট সদর থানার কলাবাড়িয়া গ্রাম থেকে মোঃ শুকুর (৫২) কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত মোঃ শুকুর পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার উত্তর ছোট মাছুয়া গ্রামের মৃত আনোয়ার হোসেন খান ও মৃত ফুলজান বিবির ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, মামলার বাদী শেফালী বেগম চাঁনফুল (৪৫), স্বামী- মোঃ হারুন, পেশায় গৃহিণী। তার একমাত্র ছেলে মোঃ হেলাল প্রায় দুই মাস যাবৎ মন্টু ফরাজীসহ কয়েকজনের মালিকানাধীন তামান্না ফিসিং বোট নামক ট্রলারে জেলে হিসেবে কাজ করে আসছিল।
গত ০৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে সাগরে মাছ ধরার উদ্দেশ্যে ট্রলারটি প্রস্তুত করা হয়। কিন্তু হেলালসহ আরও দুই জেলে মঠবাড়িয়া থেকে আলীপুর মৎস্য আড়তে আসতে দেরি করলে রাত ৯টার পর পৌঁছান। এ সময় দেরি করার অজুহাতে মন্টু ফরাজীর নেতৃত্বে মালিকপক্ষের লোকজন তাদেরকে বেধড়ক মারধর করে। এতে হেলালসহ অন্যরা গুরুতর আহত হন। প্রাণ বাঁচাতে একজন জেলে নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যান।
র্যাব জানায়, আহতদের কাউকে চিকিৎসা না দিয়ে ভয়ভীতি দেখিয়ে মাঝনদীতে নিয়ে যাওয়া হয়। হেলালের অবস্থা আশঙ্কাজনক হলে অনুনয়ের পর তাকে নদীর তীরে আনা হয়। পরে প্রথমে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হলে অবস্থার অবনতি ঘটে। উন্নত চিকিৎসার জন্য কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর হেলালকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর ভিকটিমের মা শেফালী বেগম বাদী হয়ে মহিপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকে মামলার আসামিরা পলাতক ছিলেন।
র্যাব-৮ এর বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘ অনুসন্ধানের পর সোমবার বাগেরহাট জেলার কলাবাড়িয়া গ্রামে আত্মগোপনে থাকা অবস্থায় মোঃ শুকুরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাগেরহাট সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।