কাউখালীতে ৫ জুয়ারীসহ ১০ জন গ্রেফতার

পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালীতে জুয়ার সরঞ্জামসহ ৫ জুয়ারীসহ পুলিশ ১০জনকে গ্রেফতার করেছে।
সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, উপজেলার আমরাজুড়ী ইউনিয়নের মাগুড়া গ্রামে শাহাদাৎ হোসেন বাদশার বাড়িতে শনিবার (১৫ মার্চ) শেষ রাতে জুয়ার আসর বসেছে বলে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে কাউখালী থানার এস আই রাশেদুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় শাহাদাৎ হোসেনের বাড়ির জুয়ার আসর থেকে মাগুড়া গ্রামের আব্দুর রহমানের ছেলের শাহাদাৎ হোসেন বাদশা (৫৯), রজব আলীর ছেলে আব্দুল আউয়াল (৫২), নেছার উদ্দিনের ছেলে মামুন খান (৪৩), হাতেম আলীর ছেলে বাচ্চু মিয়া (৫২) এবং আমরাজুড়ী গ্রামের আব্দুস সত্তার মীরের ছেলে কালাম মীর (৫৩) কে গ্রেফতার করা হয়।
এসময় আসরের জুয়ার এক প্যাকেট তাস, নগদ ১ হাজার ১৭০ টাকা উদ্ধার করে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়। এছাড়াও উপজেলা বিভিন্নস্থান থেকে পুলিশ অভিযান চালিয়ে ওয়ারেন্টভূক্ত ৫ আসামীকে গ্রেফতার করে। এরা হলেন, উপজেলার পারসাতুরিয়া গ্রামের আব্দুল খালেকের ছেলে মিজানুর রহমান (৩৭), দাসেরকাঠী গ্রামের কাদের হাওলাদারের ছেলে মতুর্জা হাওলাদার, সয়না রঘুনাথপুরের মিরন সরদারের ছেলে রিয়াজ সরদার, জব্দকাঠী গ্রামের বিপুল সাধকের ছেলে বিপ্লব সাধক এবং মাগুড়া গ্রামের ওমর আলীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন। এদের নামে বিভিন্ন অপরাধমূলক মামালায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে। কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মান জানান,এ উপজেলায় যত বড়ই অপরাধী হোক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে। অভিযান অব্যাহত রয়েছে।