কারিতাসের সহায়তায় স্থায়িত্বশীল প্রাকৃতিক সম্পদ ব্যাবস্থাপনায় পরিবেশ সংরক্ষণ বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন
স্টাফ রিপোর্টার(নেত্রকোণা)
নেত্রকোনার কলমাকান্দায় ট্রাইব্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশন কলমাকান্দা থানা শাখার আয়োজনে কারিতাস আলোক কোর- ২ ময়মনসিংহ অঞ্চল কলমাকান্দা উপজেলার সহায়তায় স্থায়িত্বশীল প্রাকৃতিক সম্পদ ব্যাবস্থাপনায় পরিবেশ সংরক্ষণ বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৬ ডিসেম্বর বেলা ২ ঘটিকায় বালুচড়া সেক্রেড হার্ট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠান সূচীতে ছিল – আলোচনা সভা,এবং ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতা, প্রতিযোগিতায় মোট ৪টি দল অংশগ্রহণ করেছে,এবং ফাইনালে খেলেছে পূর্ব নলছাপ্রা এবং বালুচড়া,এতে চ্যাম্পিয়ন হয় পূর্ব নলছাপ্রা এবং রানার্স আপ হয়েছে বালুচড়া।
দিনব্যাপী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সুজিত মানখিন, জেনারেল সেক্রেটারি ট্রাইব্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশন কলমাকান্দা থানা শাখা এবং আহবায়ক ফুটবল টুর্নামেন্ট কমিটি, এছাড়াও উপস্থিত ছিলেন, মুকুট স্নাল,চেয়ারম্যান ট্রাইব্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশন কলমাকান্দা থানা শাখা, আলোচনা সভায় পরিবেশ সংরক্ষণ বিষয়ে বক্তব্য প্রদান করেন,মিসেস সূচনা রুরাম,মাঠ কর্মকর্তা কারিতাস আলোক-কোর -২ প্রকল্প কলমাকান্দা উপজেলা,অতুল সরকারের সঞ্চালনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, গোলাপী চিসিক,হিরু হিউবার্ট নকরেক কোষাধ্যক্ষ ট্রাইব্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশন কলমাকান্দা থানা শাখা, এসময় বক্তারা পরিবেশ বিষয়ে বক্তব্য প্রদান করেন।



