কালাইয়ে সাবেক ছাত্রনেতা আব্বাস আলীর নেতৃত্বে বিক্ষোভ মিছিলহ হাসিনার ফাঁসি ও দোসরদের বিচারের দাবিতে প্রতিবাদ সভা

জাহিদুল ইসলাম জাহিদ স্টাফ রিপোর্টার,জয়পুরহাট।
আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে, ছাত্রজনতা হত্যার বিচার এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবিতে জয়পুরহাট-২ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মো. আব্বাস আলীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকাল ৫টায় কালাই উপজেলার জিন্দাপুর ইউনিয়নের মোলামগাড়ি বাজারে এ বিক্ষোভ ও গণসংযোগ কর্মসূচি হয়। মিছিলে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলাদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সমাবেশে আব্বাস আলী বলেন, গত ১৭ বছরে শেখ হাসিনার সরকার হাজারো বিএনপি নেতা-কর্মীকে গুম, খুন, মামলা ও কারাবরণ করিয়েছে। আমি নিজেও ২১ দিন গুম ছিলাম, ১৭টি মিথ্যা মামলায় কারাগারে ছিলাম। কিন্তু বিএনপি ছাড়িনি, ছাড়বও না। তিনি আরও বলেন, ২৪-এর ছাত্রগণ-অভ্যুত্থানে যারা গুলি করে মেরেছে, আজ তাদের বিচার চাই। শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন, এবার তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে।
বিক্ষোভে আরও বক্তব্য রাখেন ক্ষেতলাল উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফখরুজ্জামান চৌধুরী রুমি, কালাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক মোল্লা, জিয়া সাইবার ফোর্সের জেলা সভাপতি ডি এম জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক সাহাদ বাবু, যুবদল নেতা মোহাম্মদ আলী, আব্দুল ওহাব, বাইজিদ মন্ডল, ছাত্রনেতা আহসান হাবীব, এমরান হোসেন মামুন, রুবেল শহিদসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।