Uncategorized সারাদেশ

কালাই উপজেলার সাধারণ মানুষের জন্য তার কক্ষ ছিল উন্মুক্ত,কৃষিবিদ অরুণ চন্দ্র রায়।

জাহিদুল ইসলাম জাহিদ স্টাফ রিপোর্টার,জয়পুরহাট।

কর্মের প্রতি যেমন ছিল একাগ্রতা, দায়িত্বের প্রতি তেমনই ছিলেন নিষ্ঠাবান। কালাই উপজেলার সাধারণ মানুষের জন্য তার কক্ষ ছিল উন্মুক্ত, যে কোনো শ্রেণী পেশার মানুষের কথা তিনি গভীর মনোযোগ দিয়ে শুনতেন এবং সাধ্যমত নিয়মের মধ্যে থেকে সমাধানের চেষ্টা করতেন। উপজেলার কৃষক ও সাধারণ মানুষসহ সকল শ্রেণীর মানুষের নয়নের মনি হয়ে উঠে ছিলেন কৃষি কর্মকর্তা। যোগদানের কয়েক বছরের মধ্যেই তিনি সকলের প্রিয়ভাজন হয়ে উঠেছিলেন।
তিনি সরকারের গৃহীত পদক্ষেপ এবং সরকারি সেবা সাধারণ জনগণের কাছে পৌঁছে দিতে তিনি ছিলেন বদ্ধপরিকর । কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ জনগণের হৃদয়ে এক অনন্য উচ্চতায় স্থান করে নিয়েছিলেন। আর তিনি হলেন, জয়পুরহাটের কালাই উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অরুণ চন্দ্র রায়।

শনিবার (২৮ জুলাই) দুপুরে পদন্নোতি পেয়ে বদলি জনিত কারণে বিদায় সংবর্ধনা দিয়েছেন কালাই প্রেসক্লাব। কালাই প্রেসক্লাব কার্যালয়ে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান। বিশেষ অতিথি হিসেবে সহকারী কমিশনার (ভূমি) ইফতেকার রহমান, কালাই থানার ওসি জাহিদ হোসেন, ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার আতাউর রহমান উপস্থিত ছিলেন।

অরুণ চন্দ্র রায়কে তার বিদায় সংবর্ধনায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বিদায়কালীন সময়ে আবেগ তাড়িত অশ্রুসিক্ত নয়নে বলেন, তার চাকরি জীবনের ছিলো কয়েকটি কর্মস্থল । কালাই উপজেলার মানুষদের তিনি মনে রাখবেন সারা জীবন। কালাই উপজেলার কৃষি কর্মকর্তা হিসেবে দীর্ঘ ২ বছর ৮ মাস কর্মজীবনে যে ভালোবাসা এবং সহযোগিতা পেয়েছি তা আমি কোনদিন ভুলবো না।

কৃষি কমকর্তা অরুণ চন্দ্র রায় সাংবাদিকদের বলেন, আমি চেষ্টা করেছি সরকারি নির্দেশনা মেনে আমার দায়িত্ব পালন করতে। এক্ষেত্রে কালাই উপজেলার সাধারণ মানুষ ও সকল পর্যায়ের জনপ্রতিনিধিদের সহযোগিতা এবং সমর্থন ছিল। পেয়েছি সকলের নিরন্তর ভালোবাসা। কালাই উপজেলাতে কাজ করতে পেরে নিজের কাছে অনেক ভালো লেগেছে, আমি মনে করি এটি আমার চাকরি জীবনের সেরা প্রাপ্তি। উপজেলাবাসী আমাকে অনেক ভালোবেসেছে এজন্য তাদের নিকট আমি চির কৃতজ্ঞ।

কালাই প্রেসক্লাবের সভাপতি সেলিম সরোয়ার শিপন বলেন, কিছু কিছু মানুষের সাথে একটা আত্মা ও ভালবাসার বন্ধন তৈরী হয়।
কালাই উপজেলা কৃষি কমকর্তা অরুণ চন্দ্র রায় সর্বস্তরের মানুষের সাথে তেমনই একটা বন্ধন তৈরি হয়েছিল যা আমাদের এবং উপজেলা বাসী বহুকাল হৃদয়ে লালন করবে।

এ সময় কালাই প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, অরুণ চন্দ্র রায় কৃষি কমকর্তা হিসেবে কালাই উপজেলায় ২০২২ সালের ১১ অক্টোবর যোগদান করেন। এখন তিনি পদন্নোতি পেয়ে রাঙ্গামাটি জেলার অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) হিসেবে যোগদান করবেন।

You may also like

Uncategorized

Behold a spectacular new A-spot vibrator that introduces an

  • নভেম্বর ১৯, ২০২১
Store Intercourse Toys On-line 24 7 A respected adult novelty retailer will supply aggressive costs, however extremely low costs would
সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।