কুমিল্লায় কাভার্ড ভ্যান উল্টে একই পরিবারের ৪ জনের মৃত্যু।

কুমিল্লা জেলা প্রতিনিধি:
কুমিল্লা পদুয়ারবাজার বিশ্বরোড এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজন নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন ব্যাংক এশিয়া লিমিটেডের কর্মকর্তা ও বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি ঢাকার আজীবন সদস্য জনাব মুহাম্মদ আবুল হাসেম (৪৫), তার বাবা, মা ও ছোট ভাই
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ উল্টে যায় প্রাইভেট কারের এ সময় রাস্তার পাশে প্রাইভেট কারে থাকা আবুল হাসেম ও তার পরিবারের সদস্যরা চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও চারজনের মৃত্যু নিশ্চিত হয়।
নিহত আবুল হাসেম কুমিল্লার বরুড়া উপজেলার পয়লগাছা ইউনিয়নের হোসেনপুর গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ব্যাংক এশিয়ায় কর্মরত ছিলেন এবং সামাজিক সংগঠন বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি ঢাকার আজীবন সদস্য ছিলেন। তার সঙ্গে দুর্ঘটনায় নিহত হয়েছেন তার বাবা, মা ও ভাই।
একই পরিবারের চার সদস্যের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় নেমে আসে শোকের ছায়া। স্বজন ও গ্রামবাসী কান্নায় ভেঙে পড়েন। স্থানীয়রা জানান, হাসেম ছিলেন সমাজসেবামূলক কর্মকাণ্ডে জড়িত একজন সক্রিয় মানুষ। তার আকস্মিক মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হলো।
কুমিল্লা হাইওয়ে থানা পুলিশের ওসি জানান, দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে, তাকে গ্রেফতারে অভিযান চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতির কারণে ভ্যানটি নিয়ন্ত্রণ হারায়।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দেশের সবচেয়ে ব্যস্ততম মহাসড়কগুলোর একটি। নিয়মিত দুর্ঘটনার কারণে এ মহাসড়ককে দুর্ঘটনাপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত করেছে সড়ক কর্তৃপক্ষ। গত পাঁচ মাসে এখানে অন্তত ৩০ জনের প্রাণহানি ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।