সারাদেশ

কুমিল্লায় কেএফসিতে হামলা ও ভাংচুরের ঘটনায় তিনজন গ্রেফতার

হাবিবুর রহমান মুন্না।। 

কুমিল্লা নগরীর কেএফসি রেস্টুরেন্টে হামলা ও ভাঙচুরের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার ( ৮ এপ্রিল) পুলিশের বিশেষ অভিযানে জেলার বিভিন্ন স্থান থেকে এদেরকে গ্রেফতার করা হয়।

গতকাল সোমবার  সন্ধ্যায় ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল থেকে কেএফসিতে হামলার ঘটনা ঘটে। এসময় বিক্ষোভকারীরা ভবনের দ্বিতীয় তলায় উঠে রেস্টুরেন্টের কাঁচ ভাঙচুর করে এবং নিচ থেকে ইট-পাটকেল নিক্ষেপ করে ক্ষয়ক্ষতি করে।

জেলা পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ আরও জানায়, শুধুমাত্র কুমিল্লা নয়, দেশজুড়ে বিভিন্ন স্থানে আন্তর্জাতিক ব্র্যান্ডের দোকানে একাধিক হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এ পর্যন্ত মোট ৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন জেলা সদর দক্ষিণ উপজেলার মাটিয়ারা গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে  শাফায়াত (২৭)। নগরী কাপ্তান বাজার এলাকার জহিরুল ইসলামের ছেলে  মোঃ জিহাদ (২১)।নগরীর শাসনগাছা এলাকার শামসুল আলমের ছেলে মোঃ আবু বক্কর সিদ্দিক ওরফে আসলাম (২১)।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক বলেন, কেএফসিতে হামলা ও ভাঙচুরের ঘটনার পর কুমিল্লা নগরীতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে । কেউ আইন নিজের হাতে তুলে নিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা তিনজনকে আটক করেছি বাকিদের আটক করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং