সারাদেশ

গাইবান্ধা সদর আসনের সাবেক এমপি আ’লীগ নেতা শাহ সারোয়ার কবির দিনাজপুরে গ্রেফতার

মোঃমোমিনুল ইসলাম  (দিনাজপুর)
গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ সারোয়ার কবিরকে দিনাজপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ এপ্রিল ২০২৫) রাত ৯ টার দিকে দিনাজপুর শহরের ঈদগাহ আবাসিক এলাকার বড় বোনের বাড়ী (দীবা গার্ডেন) থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
গত ৩ মার্চ থেকে সাবেক এই সংসদ সদস্য ও আওয়ামী লীগ শাহ সারোয়ার কবির তার ভগ্নিপতি দিনাজপুর শিক্ষা বোর্ডের সাবেক উপবিদ্যালয় পরিদর্শক ও বড় বোন দিনাজপুর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক আফরোজা পারভীন কবির দম্পতির বাড়িতে আত্মগোপনে ছিলেন।
দিনাজপুর পুলিশ সুপার মারুফাত হুসাইন মারুফ সাবেক সংসদ সদস্যকে গ্রেফতারের সংবাদ নিশ্চিত করে জানান, গত ৫ আগস্ট পরবর্তি সময়ে এই সংসদ সদস্যের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় হত্যা মামলারসহ দুটি মামলা দায়ের করা হয়েছে। এই মামলার এজাহার নামীয় আসামি সাবেক সংসদ সদস্য শাহ সারোয়ার কবিরকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সুপার মারুফাত হুসাইন আরো জানান, গ্রেফতার হওয়ার পর পুলিশের  প্রাথমিক জিজ্ঞাসাবাদে সকল তথ্য সঠিক প্রদান করায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। ইতোমধ্যেই গাইবান্ধা জেলা পুলিশকে সাবেক সংসদ সদস্য শাহ সারোয়ার কবিরকে গ্রেফতারের সংবাদ জানানো হয়েছে।
গাইবান্ধা জেলা পুলিশ সুপারের নেতৃত্বে একদল পুলিশ দ্রুত সময় দিনাজপুরে আসবেন। গাইবান্ধা সদর থানার পুলিশ আসলেই  আসামি সাবেক সংসদ সদস্য শাহ সারোয়ার কবিরকে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,