চবি পালি বিভাগের সভাপতি হিসেবে ড. সুদীপ্তা বড়ুয়ার যোগদান

নয়ন চৌধুরী : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক ০৩ (তিন) বছর অতিক্রান্ত হওয়ার পর নতুন সভাপতি দায়িত্বপ্রাপ্ত হন। তারই ধারাবাহিকতায় বিদায়ী সভাপতি ও সহযোগী অধ্যাপক জনাব শাসনানন্দ বড়ুয়া রুপন এর স্থলাভিষিক্ত হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুদীপ্তা বড়ুয়া। তিনি গত ১১.০৪.২০২৫ তারিখ পূর্বাহ্নে পালি বিভাগের সভাপতি হিসেবে যোগদান করেন। এ উপলক্ষে উপস্থিত ছিলেন পালি বিভাগের বিদায়ী সভাপতি ও সহযোগী অধ্যাপক জনাব শাসনানন্দ বড়ুয়া রুপন, সহকারী অধ্যাপক জনাব অরুপ বড়ুয়া, সহকারী অধ্যাপক জনাব জগৎ জ্যোতি বড়ুয়া, প্রভাষক জনাব শঙ্কর বড়ুয়া, ডেপুটি রেজিস্ট্রার জনাব আশেক আহম্মদ খান, উচ্চমান সহকারী জনাব মেহেদী হাসান এবং বিভাগের কর্মচারীবৃন্দ। তারা সকলে বিভাগের নবাগত ও বিদায়ী সভাপতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বক্তব্য উপস্থাপন করেন এবং নবাগত সভাপতির সফলতা কামনা করেন। বিদায়ী ও নবাগত সভাপতিদ্বয়কে বিভাগ ও ছাত্র-ছাত্রীদের পক্ষ হতে ফুল দিয়ে বরণ করে নেন। ড. সুদীপ্তা বড়ুয়া চট্টগ্রাম জেলাস্থ চকরিয়া উপজেলার অন্তর্গত মানিকপুর গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম প্রফেসর (অবঃ) ড. দীপংকর শ্রীজ্ঞান বড়ুয়া (পালি বিভাগের প্রাক্তন সভাপতি), মাতা-শিক্ষিকা সুশান্তি বড়ুয়া। তিনি ২০১২ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। ২০২০ সালে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধীনে পিএইচডি ডিগ্রী লাভ করেন এবং সর্বশেষ ১১ মে ২০২১ সালে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি অর্জন করেন। তিনি পালি বিভাগের সার্বিক কার্যক্রম পরিচালনায় সকলের সহযোগীতা ও আশীর্বাদ কামনা করেন।