সারাদেশ

চলনবিলের জীববৈচিত্র্য রক্ষায় সচেতন হোন: সাইদুর রহমান

চলনবিলের জীববৈচিত্র্য রক্ষায় সচেতন হোন: সাইদুর রহমান

  • সাইদুর রহমান

নাটোর পাবনা ও সিরাজগঞ্জ জেলার প্রাণকেন্দ্র চলনবিল আজ মারাত্মক হুমকির মুখে। অবৈধভাবে ব্যবহৃত ‘চায়না দুয়ারি জাল’-এর কারণে বিলের জীববৈচিত্র্য ধ্বংসের পথে। এই অবস্থায় সিংড়া উপজেলার স্থানীয় সাংবাদিক ও পরিবেশ সচেতন নাগরিক সাইদুর রহমান চলনবিল রক্ষায় জোরালো সামাজিক সচেতনতার আহ্বান জানিয়েছেন।

 

তিনি বলেন, “চলনবিল শুধু একটি বিল নয়—এটি এই অঞ্চলের জীবন, জীবিকা ও পরিবেশের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু কিছু লোভী ব্যক্তি চায়না দুয়ারি জালের মাধ্যমে মাছের ডিম, পোনা, এমনকি জলজ জীবনের শেকড় উপড়ে ফেলছে।”

 

🐟 জীববৈচিত্র্যের মারাত্মক ক্ষতি

 

চলনবিলের দেশীয় প্রজাতির মাছ—পুঁটি, শিং, মাগুর, টেংরা, কৈ—এই জালের কবলে পড়ে হারিয়ে যাচ্ছে।

পাশাপাশি সাপ, ব্যাঙ, শামুক, জলজ উদ্ভিদসহ বিল-নির্ভর প্রাকৃতিক খাদ্য চক্র মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।

 

বিশেষজ্ঞরা বলছেন, এই জাল পরিবেশের জন্য এতটাই বিপজ্জনক যে এটি একটি অঞ্চলের সম্পূর্ণ মাছ উৎপাদন ব্যবস্থা ধ্বংস করতে পারে।

এটি এতটাই ঘন যে সবকিছু আটকে ফেলে—ফলে মাছ প্রজননের স্বাভাবিক প্রক্রিয়া থমকে যায়।

 

📢 স্থানীয় জনগণের মাঝে সচেতনতা তৈরির প্রয়োজনীয়তা

 

সাইদুর রহমান বলেন, “এই সংকট মোকাবেলায় শুধু প্রশাসনের অভিযান যথেষ্ট নয়, প্রয়োজন গ্রামীণ জনগণের সচেতনতা ও অংশগ্রহণ। যে বিল তাদের জীবনের অংশ, সেই বিলের রক্ষাকর্তা হয়ে উঠতে হবে তাদেরই।”

 

 

 

 

সাইদুর রহমান আরও বলেন:

 

“প্রজন্মের জন্য চলনবিল রেখে যেতে চাই?

তাহলে আজই বলুন— চায়না দুয়ারি জাল বন্ধ করো!

জীববৈচিত্র্য বাঁচাও, প্রকৃতি বাঁচাও, চলনবিল বাঁচাও।” চলনবিল যেন আগামীর প্রজন্মের জন্য একটি জীবন্ত পরিবেশ শিক্ষা হয়ে থাকে—শুধু একটি স্মৃতি নয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,