চাঁদপুরে পুলিশের হাতে আটক হয়েছেন জিএস তছলিম

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ফরিদগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক জেনারেল সেক্রেটারী জিএস তছলিম পুলিশের হাতে আটক হয়েছেন।
বৃহস্পতিবার (২৫ জুলাই ) রাত ১০টার দিকে তার চাঁদপুরস্থ বাসা থেকে তাকে আটক করা হয়। তার নিকট আত্মীয় বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় লোকজন জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে সাদা পোশাকে পুলিশ তার বাসার নিকটে পাহারায় ছিলেন। পরে রাত ১০ টার দিকে জিএস তছলিমকে বাসা থেকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।
তছলিম উদ্দিন ফরিদগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক জিএস ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।