চাঁদপুরে হলুদ সাংবাদিক কৌশিকের বিরুদ্ধে চিকিৎসকদের মানববন্ধন

মোঃ সোহেল রানা :
চাঁদপুরে হলুদ সাংবাদিক কৌশিকের বিরুদ্ধে মানববন্ধন করেছে চিকিৎসকরা। চাঁদপুর সদর বাবুরহাট স্কুল এন্ড কলেজের ফ্যাসিস্ট অধ্যক্ষ মোশারফ হোসেনের অশালীন আচরণ এবং ডাক্তার বেলাল হোসেন ও ইন্টার্ন ডাক্তারদেরকে লাঞ্চনার ঘটনায় প্রতিবাদ ও এ মানব বন্ধন কর্মসূচী পালন করে তারা।
গত বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল ও মেডিকেল কলেজ প্রাঙ্গনে ইন্টার্ন ডক্টরস এসোসিয়েশনের আয়োজনে এই প্রতিবাদ ও মানব বন্ধন পালন করেন চিকিৎসকরা।
এ সময় বিভিন্ন চিকিৎসকরা বলেন, চাঁদপুরে সাংবাদিক নামের কলংক ফেইসবুক পেইজ খুলে সাংবাদিক ফাহিম শাহরিয়ার কৌশিক মনগড়া যা খুশি তাই করে থাকেন। এই তথা কথিত সাংবাদিক নামধারী কৌশিকগত দু’দিন ধরে তার ফেসবুক পেইজে চাঁদপুর সরকারি হাসপাতালের একজন স্বনামধন্য মেডিকেল অফিসার ডাঃ বেলাল হোসেনের নামে একটি ভূয়া ও ভিত্তিহীন ভিডিও সংবাদ প্রচার করেন। যা চিকিৎসক সমাজসহ সুশীল সমাজ এমন সংবাদের বিষয়ে খুবই ঘৃণা প্রকাশ করেন।
ওই সাংবাদিক তার ভিডিও প্রতিবেদনে যে তথ্য উল্লেখ করেছেন ভিডিওর সাথে তার কোনো মিলই খুঁজে পাওয়া যায়নি। যা দেখে এবং শুনে অনেক সচেতন মানুষ তার প্রতিবেদনের কমেন্টে ডাঃ বেলাল হোসেনকে একজন ভালো ও সৎ চিকিৎসক উল্লেখ করে তার সংবাদের অনেক সমালোচনা করেন। সেদিন চাঁদপুরের এই বিতর্কিত ভুঁইফোড় সাংবাদিক কৌশিককে সাথে নিয়ে অধ্যক্ষ মোশারফ হোসেন হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার বেলাল হোসেনের সাথে অশালীন আচরণ করেন। আমরা এমন অশালীন আচরণ এবং মিথ্যে ভিত্তিহীন সংবাদ প্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে অধ্যক্ষ মোশারফ হোসেন ও বিতর্কিত সাংবাদিক কৌশিককে আইনের আওতায় এনে তার দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করছি।
এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, ২৫০ শয্যা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডাক্তার এ কে এম মাহবুবুর রহমান, হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ আশারাফ আহমেদ আহমেদ চৌধুরী, সিনিয়র কনসালটেন্ট (অর্থপেডিক) ডাঃ মোঃ শাহাদাৎ হোসেন, সিনিয়র কনসালটেন্ট (শিশু) ডাঃ আব্দুল আজিজ মিয়া,সিনিয়র কনসালটেন্ট (কার্ডিওলজি) ডাঃ মুনতাকিম হায়দার রুমি, ডাঃ মোঃ নাজমুল হোসেন, সহকারি রেজিস্টার (সার্জারি) ডাঃ রফিকুল হাসান ফয়সাল, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের রেসিডেন্ট পিজিসিয়ান (আরপি) ডাঃ মোহাম্মদ আসিফ ইকবাল, মেডিকেল অফিসার ডাঃ সৈয়দ আহমেদ কাজল,সহ অন্যান্য চিকিৎসক ও চাঁদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের ইন্টার্নি চিকিৎসকগণ।