শিক্ষাঙ্গন

চার দফা দাবিতে উপাচার্য বরাবর বৈবিছাআ’র স্মারকলিপি

মিজানুর রহমান, ইবি প্রতিনিধি:

বহিরাগত মুক্ত ক্যাম্পাস নিশ্চিতকরণ-সহ চার দফা দাবি নিয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইসলামী বিশ্ববিদ্যালয় ( ইবি) শাখা।

মঙ্গলবার (২৭ মে) বিকাল তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর কাছে স্মারকলিপি প্রদান করেন। এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখা সমন্বয়ক এস এম সুইট, সহসমন্বয়ক গোলাম রব্বানী, তানভীর মন্ডল, ইয়াশীরুল কবীর সৌরভ, পঙ্কজ রায় প্রমুখ উপস্থিত ছিলেন।

তাদের চার দফা দাবি হলো- আসন্ন ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে শুধু মাত্র পিছিয়ে থাকা জনগোষ্ঠী ছাড়া সকল কোটা বাতিলের সিদ্ধান্ত নেওয়া, জুলাই অভুত্থানের বিপক্ষে নেতৃত্ব দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া, সেশনজট নিরসনে অনুষদ ভিত্তিক একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন এবং বাস্তবায়ন করা এবং বহিরাগত মুক্ত ক্যাম্পাস নিশ্চিত করা।

এসময় ইবি শাখা সমন্বয়ক এস এম সুইট বলেন, ‘শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আমরা চার দফা দাবি জমা দিয়েছি। এর আগেও অনেকবার স্মারকলিপি দেয়া হয়েছে। কিন্তু প্রশাসন দৃশ্যমান পদক্ষেপ নিতে পারেননি। উল্লেখিত দাবি সমূহ দ্রুত কার্যকর করার দাবি জানাচ্ছি। ভিসি স্যার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলাপ করে দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়নের আশ্বাস দেন।’

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যে স্মারকলিপি জমা দিয়েছে তা নিয়ে কাজ শুরু হয়ে গেছে। বিশ্ববিদ্যালয়ের সেবক হিসেবে শিক্ষার্থীবান্ধব দাবিগুলো বাস্তবায়নে কাজ করছি।’

You may also like

Uncategorized শিক্ষাঙ্গন

নাজিরপুরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি :বিএনপির কেন্দ্রীয় কমিটি অন্যতম সদস্য, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের বরিশাল বিভাগীয় সমন্বয়ক ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ
Uncategorized শিক্ষাঙ্গন সারাদেশ

পিরোজপুর ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মতবিনিময়

পিরোজপুর প্রতিনিধি: ইসলামি আরবি বিশ্ববিদ্যায়ের উপাচার্যের পিরোজপুরে আগমন উপলক্ষে সংবর্ধনা, আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩০ নভেম্বর) সকালে পিরোজপুর