সারাদেশ

চৌগাছায় বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন

স্টাফ রিপোর্টার

যশোরের চৌগাছায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে উপজেলর শাহাজাদপুর গ্রামে এই হত্যাকান্ড ঘটে। হত্যাকান্ডের পরপরই বড় ভাই পালিয়ে গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ,স্বজন ও হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার শাহাজাদপুর গ্রামের মহিদুল ইসলামের ছেলে সুমন হোসেন (২৫) ও শিহাব উদ্দিন (২১)। সোমবার দুপুরে ছোট ভাই শিহাব উদ্দিন বড় ভাইয়ের কাছে তার বাইসাইকেল চায়। এ নিয়ে দুই ভায়ের মধ্যে দ্বন্দ্ব বাধে। বিকেল তিনটার দিকে একই ঘটনা নিয়ে দুই ভাই পুনরায় দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। একপর্যায়ে বড় ভাই সুমন হোসেন ঘর থেকে একটি ছুরি বের করে এনে ছোট ভাই শিহাব উদ্দিনের পিঠের বাম পাশে আঘাত করে। সঙ্গে সঙ্গে সে মাটিতে লুটিয়ে পড়ে। মুমুর্ষ অবস্থায় দ্রুত উদ্ধার করে চৌগছা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।

হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক সজিব হোসেন জানান, ধারনা করা হচ্ছে ছুরির আঘাত তার বুকের গভীরে লেগেছে, ময়না তদন্ত রিপোর্টে বিস্তারিত জানা যবে। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন হত্যাকান্ডের ঘটনাটি নিশ্চিত করে বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকান্ড ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে ছুটে গেছেন, হামলাকারি সুমন হোসেন পালিয়ে গেছে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি তাকে আটক করে আইনে সোপর্দ করার জন্য।

নিহত শিহাব উদ্দিনের মামা চান্দু মিয়া, প্রতিবেশি আল মামুন বলেন, একটি সামান্য ঘটনা নিয়ে দুই ভাই দ্বন্দ্বে জড়িয়ে পড়ে এবং বড় ভাই ছুরি দিয়ে আঘাত করেই ঘটনাস্থল হতে পালিয়ে যায়। আমরা দ্রুত আহতকে নিয়ে চৌগাছা হাসপাতালে এলে চিকিৎসক জানান সে মারা গেছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,