রাজনীতি রাজনীতি

ছাতকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা পাপ্পু গ্রেফতার

ছাতক প্রতিনিধি: নিষিদ্ধ ঘোষিত সংগঠন সুনামগঞ্জ জেলা ছাত্রলী‌গের কার্ষ নিবাহী ক‌মি‌টির সদস‌্য আল মিরাজ পাপ্পুকে গ্রেফতার করা হয়েছে। যৌথ বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। শ‌নিবার (১৫ ফেব্রুয়ারী) সন্ধ্যায় উপ‌জেলার গো‌বিন্দগঞ্জ এলাকা থেকে তাকে যৌথ বাহিনী গ্রেফতার করতে সক্ষম হয়। আল মিরাজ পাপ্পু উপ‌জেলার ছৈলা-আফজলাবাদ ইউপির সিঙ্গুয়া-কালিদাস পাড়া গ্রা‌মের সা‌বেক মেম্বার মোঃ আশা উদ্দিনের পুত্র ও জেলা ছাত্রলী‌গের কার্যনির্বাহী ক‌মি‌টির সদস‌্য।

পু‌লিশ জানিয়েছে, সি‌লেট-সুনামগঞ্জ সড়‌কে বি‌ভিন্ন গা‌ড়ি আটকি‌য়ে চাঁদাবা‌জি করা, সন্ত্রাসী কর্মকান্ড, হামলা-ভাংচুর, লুটপা‌ট সহ নানা অপরাধ কর্মকা‌ন্ডে সে জড়িত। ছাতক থানার একটি মামলায় (নং ১৫,(২) ২৫) তাকে গ্রেফতার করা হয়েছে। ছাতক থানার নবাগত অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ, পাপ্পু-কে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেফতারে বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’ অব্যাহত থাকবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

রাজনীতি

সংস্কার করতে সময় যত বেশি যাবে, সমস্যা তত বেশি হবে: মির্জা ফখরুল

একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে যেসব সংস্কার করা প্রয়োজন, তা দ্রুত করার তাগিদ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাজনীতি

বানারীপাড়া পৌরসভায় নয়ন বেগমকে সভাপতি ও মাধবীকে সম্পাদক করে পৌর মহিলা দলের কমিটি গঠন

  • নভেম্বর ১৬, ২০২৪
বানারীপাড়া প্রতিনিধ। বরিশালের বানারীপাড়া পৌরসভায় নয়ন বেগমকে সভাপতি ও মাধবী খানমকে সাধারণ সম্পাদক করে পৌর মহিলা দলের কমিটি গঠন করা