জয়পুরহাটে যৌতুকের মিথ্যা মামলার দায়ে দুই নারীকে কারাদণ্ড

জাহিদুল ইসলাম জাহিদ স্টাফ রিপোর্টারঃ
জয়পুরহাটে যৌতুকের অভিযোগে দায়ের করা দুটি মিথ্যা মামলায় বাদী দুই নারীকে অর্থদণ্ডসহ কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (৭ আগস্ট ২০২৫) জয়পুরহাটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতের বিচারক মো. আরিফুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা গেছে, আক্কেলপুর থানার সিআর ৩৮/২১ মামলায় বাদী নুদার সুলতানা লিজা অভিযোগ করেন, স্বামী মাহফুজুর রহমান ১০ লাখ টাকা যৌতুকের দাবিতে তাকে বাড়ি থেকে বের করে দেন এবং পরবর্তীতে তার বাবার বাড়িতে বৈঠকে গিয়েও একই দাবি করেন।
তবে তদন্ত ও সাক্ষ্য প্রমাণে দেখা যায়, আসামী মাহফুজুর রহমান বাদীকে ফিরিয়ে নিতে ১০০ ধারায় আদালতে আবেদন করেছিলেন এবং আইনগত সহায়তার মাধ্যমে আপোষের উদ্যোগও নিয়েছিলেন। কিন্তু বাদী সেসব চেষ্টায় সাড়া দেননি এবং পরবর্তীতে তালাকের পর মামলা দায়ের করেন। বাদীর পিতা আদালতে সাক্ষ্য দিয়ে এসব তথ্য নিশ্চিত করেন।
সবদিক পর্যালোচনা করে আদালত মামলাটি মিথ্যা প্রমাণিত হওয়ায় আসামিকে খালাস দেন এবং বাদী লিজাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ২ দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।
অন্যদিকে, পাঁচবিবি থানার সিআর ২৭৯/২৩ মামলায় বাদী হানিফা খাতুন অভিযোগ করেন, ১ লাখ টাকার যৌতুকের দাবিতে স্বামী জাহাঙ্গীর আলম তাকে বাড়ি থেকে বের করে দেন। কিন্তু আদালতে সাক্ষ্যগ্রহণে তার অভিযোগের সত্যতা প্রমাণিত হয়নি। যাকে সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়েছিল, তিনি জেরায় বলেন যে, তিনি আসামীকে ডাকেননি। এছাড়া কথিত সালিশ বৈঠকে বাদীর পিতা বা ভাই কারোরই উপস্থিতি নিশ্চিত হয়নি।
সাক্ষ্য-প্রমাণ বিশ্লেষণে এ মামলাটিও মিথ্যা প্রমাণিত হওয়ায় আসামিকে খালাস দেন আদালত এবং বাদী হানিফাকে ২ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।