জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫ পালিত

স্টাফ রিপোর্টার – মেহেদী হাসান শিপলু – চৌগাছা (যশোর)
যশোরের চৌগাছায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিসের আয়োজনে আলোচনা সভা, শিক্ষার্থীদের সুন্দর হাতের লেখা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শিক্ষামুলক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
শনিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান। সভায় প্রধান অতিথির আলোচনা করেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ইসলাম।
অন্যান্যের মধ্যে আলোচনা করেন, উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম, উপজেলা জামায়াতের আমীর মাওঃ গোলাম মোর্শেদ, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার, উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওঃ নুরুজ্জমান, সহ-সেক্রটারী মাষ্টার কামাল আহমেদ, ইন্সেট্রাক্টর (ইউআরসি) আজহারুল ইসলাম, প্রধান শিক্ষক নাজমুল হুদা, আলমগীর হোসেন প্রমুখ।
উপজেলা সহকারী শিক্ষা অফিসার নিচার আলী, সাইফুর রহমান, জাকির হোসেন, রশিদুল ইসলাম, প্রধান শিক্ষক গউছুল আলম, একলাছ উদ্দিন, রেহেনা পারভীন, নাসরিন সুলতানা, ফরহাদুর রহমান, আব্দুর রশিদ, মিজানুর রহমানসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যাক্তি, বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকগন উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে নেতৃবৃন্দ পুরস্কার তুলে দেন।