সারাদেশ

জামালপুরে করোনায় আক্রান্ত এক চিকিৎসক

প্রতিনিধি
জামালপুর

জামালপুরে একজন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। আজ( বুধবার) সকালে জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান সোহান করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, করোনায় আক্রান্ত ওই চিকিৎসকের নাম আবু হাসনাত মোস্তফা জামান। তিনি জামালপুর মেডিকেল কলেজের অর্থো সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক পদে কর্মরত রয়েছেন।

গনমাধ্যমকে সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান জানান, এবার জামালপুর জেলায় তিনিই করোনায় আক্রান্ত প্রথম রোগী। করোনায় আক্রান্ত চিকিৎসক আবু হাসনাত চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।

তিনি আরও জানান, করোনা পরীক্ষায় আমাদের পর্যাপ্ত কিট রয়েছে ও করোনা রোগীদের জন্য আইসোলেশশন ইউনিট ও প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি করোনা সচেতনতায় জনসমাগম এড়িয়ে চলাসহ সকলকে মাস্ক পড়ার এবং যেকোনো সমস্যায় চিকিৎসকের পরামর্শ গ্রহন করুন।।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,