Uncategorized সারাদেশ

জামালপুরে টঙ্গী ইজতেমা ময়দানে হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

প্রতিনিধি
জামালপুর

টঙ্গী ইজতেমা ময়দানে গভীর রাতে উগ্র সন্ত্রাসী সাদ পন্থীদের অতর্কিত ও বর্বরোচিত হামলায় ৪ জনের মৃত্যুসহ শতাধিক আহত ও নিখোঁজের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও সাদ পন্থীদের নিষিদ্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ ২১ ডিসেম্বর রোজ শনিবার সকাল ১০ ঘটিকায় ফৌজদারি মোড়ে আহবায়ক তাবলীগী জামাত ও তৌহিদী জনতার জামালপুর জেলা শাখার আহবায়ক মুফতী শামসুদ্দিন এর সভাপতিত্বে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

তাবলীগী জামাত ও তৌহিদী জনতার জামালপুর জেলা শাখার সদস্য সচিব মুফতি মনিরুল ইসলাস এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মুফতি আবদুল্লাহ, মাওলানা, মাসুদ হোসাইন,মাওলানা নজরুল ইসলাম,মাওলানা আমানুল্লাহ কাশেমি সাহেব,মাওলানা মুহাম্মদ আলী খান,মুফতি সুলািমান খান,মাওলানা আবুল কাশেম,মাওলানা আবদুল আলিম,হাফেজ শহীদুল্লাহ সহ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, সাদ পন্থীরা খুনি, এরা সন্ত্রাসীদের দোষর হিসেবে কাজ করছে এই দেশকে ধ্বংস করে দেওয়ার জন্য। ২৪ এর গণঅভ্যুত্থানের পর আমরা আর চুপ করে থাকতে পারিনা। টঙ্গীর ইজতেমায় তারা যে সন্ত্রাসী হামলা চালিয়ে আমাদের ভাইদের খুন করেছে, আহত করেছে অনতিবিলম্বে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় এই কর্মসূচি আরো কঠোরতম কর্মসূচিতে পরিণত হবে এরকমই হুশিয়ারি প্রদান করেন বক্তারা।

মানববন্ধন শেষে,জামালপুর জেলা প্রশাসক কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক এ. কে. এম. আব্দুল্লাহ-বিন-রশিদ এর কাছে স্মারক লিপি হস্তান্তর করেন তাবলীগী জামাত ও তৌহিদী জনতার জামালপুর জেলা কমিটি।।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
Uncategorized সম্পাদকিয়

সম্পাদকের কথা

There are many variations of passages of Lorem Ipsum available but the majority have suffered alteration in that some injected