জামালপুরে বিডিএমপিপিএ জেলা কমিটির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত

ফারিয়াজ ফাহিম
জামালপুর
ঢাকায় সাধারণ ম্যাটস শিক্ষার্থীদের যৌক্তিক ৪ দফা দাবি আদায় আন্দোলনে পুলিশ বাহিনী কর্তৃক সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল নিক্ষেপ ও নির্বিচারে লাঠি চার্জের প্রতিবাদে মোমবাতি প্রজ্জ্বলন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (সোমবার)রাতে শহরের দয়াময়ী চত্বরে জামালপুরে বিডিএমএ,বিডিএমপিপিএ এবং ম্যাটস শিক্ষার্থীদের আয়োজনে এই মোমবাতি প্রজ্জ্বলন ও মানববন্ধন করেন শিক্ষার্থীবৃন্দ।
এ সময় মোমবাতি প্রজ্জ্বলন শেষে, বক্তব্য রাখেন সংগঠনটির জেলার সভাপতি রেজাউল করিম রেজা(বিডিএমপিপিএ), সাধারণ সম্পাদক নাহিদ হাসান রকি(বিডিএমপিপিএ), শিক্ষার্থী আরিফুল ইসলাম তুষার,মাফুজুর ইসলাম (ম্যাটস সমন্বয়ক)সহ প্রমুখ।।