শিক্ষাঙ্গন সারাদেশ

জামালপুরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

ফারিয়াজ ফাহিম
জামালপুর

জামালপুরে সরকারি আশেক মাহমুদ কলেজ থেকে মেডিকেল, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ পাওয়া ১৭৪ জন কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ,শুক্রবার (৪ জুলাই) বিকেলে সরকারি আশেক মাহমুদ কলেজ অডিটোরিয়ামে এ সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হারুন-অর-রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমাদের শিক্ষার ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি এখনো স্পষ্ট নয়। শিক্ষার্থীরা ডাক্তার-ইঞ্জিনিয়ার হতে চায়, কিন্তু শিক্ষক হতে চায় না—এমন মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।”

তিনি আরও বলেন, “বিশ্বনাগরিক হওয়ার কথা বললেও নানা প্রতিবন্ধকতায় আমরা শিক্ষার্থীদের সেই প্ল্যাটফর্মে নিতে পারছি না। অভিভাবকদের সচেতনতা এবং প্রতিষ্ঠানের যত্নই শিক্ষার্থীদের কৃতিত্বের মূল ভিত্তি।”

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর মো. হারুন-অর-রশিদ বলেন, “এম কলেজ থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া শিক্ষার্থীদের এবং তাঁদের অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কলেজের সুশৃঙ্খল পরিবেশ ও যত্নশীল পাঠদানের কারণেই এই সাফল্য এসেছে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের পরিচালক প্রফেসর এ কে এম আলিফ উল্লাহ আহসান, সরকারি জাহেদা সফির মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ফাহিমা সুলতানা, কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মো. রেজাউল করিম, প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর শফিকুল ইসলাম আকন্দ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা তাসলিম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জয়িতা অধিকারী, জেলা শিক্ষা অফিসার এস এম মোজাম্মেল হক ও জিয়াউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল রেদোয়ান ফুয়াদ।

এছাড়াও সংবর্ধনা অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ১৭৪ জন কৃতী শিক্ষার্থীকে ক্রেস্ট ও সংবর্ধনা দেওয়া হয়।

কলেজ সূত্রে জানা যায়,চলতি বছর কলেজের দুই শতাধিক শিক্ষার্থী দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে।

শিক্ষার্থীরা জানান,আমাদের এই অর্জনের পেছনে বাবা-মা ও শিক্ষকদের অবদান সবচেয়ে বেশি। আমরা সবসময় গুরুত্বের সাথে তাদের সকল দিকনির্দেশনা মেনে চলতাম বলেই আজ আমরা ভালো স্থানে পৌঁছাতে পেরেছি। আজকের এই সম্মাননা আমাদের জন্য গর্বের। আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ।।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং