জামালপুরে মেডিকেলে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

ফারিয়াজ ফাহিম
জামালপুর
জামালপুরে মেডিকেলে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গতকাল(সোমবার)সরকারি আশেক মাহমুদ কলেজ অডিটোরিয়ামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার পক্ষ থেকে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মুকুল হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম (পিপিএম, সেবা)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত) এস এম মোজাম্মেল হাসান, সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃহারুন অর রশিদ, জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ আবু ফয়সাল আতিক,হযরত শাহজামাল (রঃ)জেনারেল হাসপাতাল লিঃ এমডি মোঃআশরাফুল ইসলাম বুলবুল।
সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেডিকেলে চান্স প্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবক।
এ সময় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার সদস্য সচিব আব্দুল্লাহ আল আবিদ সৌরভ,যুগ্ম সদস্য সচিব নাফিসা আলম দিয়া,যুগ্ম সদস্য সচিব ইমামুল এহসান, অভিভাবকসহ প্রমুখ।
সঞ্চালনায় ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার মুখপাত্র মাহমুদুল হাসান বিবেক।
সংবর্ধনা অনুষ্ঠানে মেডিকেল চান্স প্রাপ্ত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও ক্রেস প্রদান করা হয়।।