সারাদেশ

ফেনীর দাগনভূঁঞায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার-৩জন।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনীর দাগনভূঁঞা থানাধীন ৮নং জায়লস্কর ইউপি এলাকার এইচএম রহমান ফিলিং এন্ড সিএনজি স্টেশনের ৫০০ গজ দূরে,ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাকা রাস্তার উপর ডাকাতির প্রস্তুতিকালে, রাত ০৩:১৫ ঘটিকার সময় Folded steel stick,লোহার ভোতা পাত,লোহার পাত টর্চলাইট নাম্বারবিহীন  মোটর সাইকেল ও ০৪ টি মোবাইল সহ সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য ১।নূর মোহাম্মদ প্র: বাবু(৩২),পিতা- ছাত্তার শেখ সাং-জায়লস্কর (দাগাবাড়ি),থানা-দাগনভূঞা,জেলা-ফেনী ২। ফকরুল ইসলাম ফাহাদ (২১),পিতা-ওমর ফারুক,সাং-সিরাজপুর,৩।নাহিদ হোসেন,পিতা-নূর হোসেন,সাং-করালিয়া উভয় থানা-কোম্পানিগঞ্জ,নোয়াখালী দের গ্রেফতারপূর্বক দাগনভূঞা থানার মামলা নং-১২,তাং-২৭/০১/২৫ ইং ধারা-৩৯৯/৪০২ রজু করে ধৃত আসামী দেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং