ফেনীর দাগনভূঁঞায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার-৩জন।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনীর দাগনভূঁঞা থানাধীন ৮নং জায়লস্কর ইউপি এলাকার এইচএম রহমান ফিলিং এন্ড সিএনজি স্টেশনের ৫০০ গজ দূরে,ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাকা রাস্তার উপর ডাকাতির প্রস্তুতিকালে, রাত ০৩:১৫ ঘটিকার সময় Folded steel stick,লোহার ভোতা পাত,লোহার পাত টর্চলাইট নাম্বারবিহীন মোটর সাইকেল ও ০৪ টি মোবাইল সহ সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য ১।নূর মোহাম্মদ প্র: বাবু(৩২),পিতা- ছাত্তার শেখ সাং-জায়লস্কর (দাগাবাড়ি),থানা-দাগনভূঞা,জেলা- ফেনী ২। ফকরুল ইসলাম ফাহাদ (২১),পিতা-ওমর ফারুক,সাং-সিরাজপুর,৩।নাহিদ হোসেন,পিতা-নূর হোসেন,সাং-করালিয়া উভয় থানা-কোম্পানিগঞ্জ,নোয়াখালী দের গ্রেফতারপূর্বক দাগনভূঞা থানার মামলা নং-১২,তাং-২৭/০১/২৫ ইং ধারা-৩৯৯/৪০২ রজু করে ধৃত আসামী দেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।