জীবন মহলে ইসলামবিরোধী কর্মকাণ্ড বন্ধের দাবিতে তৌহিদী জনতার সংবাদ সম্মেলন

মো:মোমিনুল ইসলাম(দিনাজপুর)
দিনাজপুর, (৩১ আগস্ট, ২০২৫)রোববার দিনাজপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানায়। দিনাজপুরের বিরলে অবস্থিত জীবনমহল পার্ক ও জীবনিয়া দরবারের বিরুদ্ধে ইসলামবিরোধী ও অনৈতিক কার্যকলাপের অভিযোগ তুলে এর স্থায়ী বন্ধের দাবি জানিয়েছে। এ সময় তৌহিদী জনতার পক্ষ থেকে মোট আটটি দাবি উত্থাপন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তৌহিদী জনতার আহ্বায়ক মতিউর রহমান কাসেমী বলেন, বিরল উপজেলার কাঞ্চন মোড়ে অবস্থিত জীবনমহল পার্ক ও জীবনিয়া দরবারে দীর্ঘদিন ধরে অসামাজিক ও ইসলামবিরোধী কর্মকাণ্ড চলছিল। এখানে আধ্যাত্মিক চিকিৎসার নামে সাধারণ মুসলিম নারী-পুরুষদের সঙ্গে প্রতারণা করা হতো। অর্থের লোভ এবং চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অনৈতিক কাজে বাধ্য করা হতো। যুবকদের অবৈধ মেলামেশার জন্য কটেজও তৈরি করা হয়েছিল।
তিনি আরও বলেন, গত ১৬ আগস্ট একজন ম্যাজিস্ট্রেট ও পুলিশের অভিযানে এই অভিযোগের সত্যতা প্রমাণিত হয়। অভিযানে অনৈতিক কার্যকলাপের সময় নারী-পুরুষকে হাতেনাতে আটক করা হয় এবং জড়িতদের কারাদণ্ড ও এক লক্ষ টাকা জরিমানা করা হয়। এই ঘটনার পর ইসলামপ্রিয় জনগণ বিক্ষুব্ধ হয়ে ওঠে। এর প্রতিবাদে গত ১৭ আগস্ট তারা একটি প্রতিবাদ মিছিল করে। এরপর ২৮ আগস্ট প্রশাসনের অনুমতি নিয়ে কাঞ্চন মোড়ে একটি শান্তিপূর্ণ সমাবেশের আয়োজন করা হয়।
কাসেমী অভিযোগ করেন, সমাবেশের সময় জীবনমহল কর্তৃপক্ষের ভাড়া করা গুন্ডাবাহিনী তাদের ওপর অতর্কিত হামলা চালায়। প্রতিরোধ গড়ে তুললে হামলাকারীরা পালিয়ে যায়। এই ঘটনার জের ধরে জীবনমহল পার্কে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে, যার সঙ্গে তৌহিদী জনতার কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, কিছু কিছু অনলাইন ও অফলাইন মিডিয়া এই ভাঙচুরকে কেন্দ্র করে শান্তিপূর্ণ জনতার ওপর ‘জঙ্গি’ তকমা লাগানোর চেষ্টা করছে। তিনি এর তীব্র নিন্দা জানিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে আট দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো— দরবারের নামে আত্মশুদ্ধির বা আধ্যাত্মিক চিকিৎসার নামে সব ধরনের প্রতারণা চিরতরে বন্ধ করা এবং মূল অভিযুক্ত আনোয়ার হোসেন জীবন চৌধুরীকে অবিলম্বে গ্রেফতার করা।
এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মাওলানা সোহরাব হোসাইন, মাওলানা শোয়াইব রহমান, মাওলানা মুহাম্মদ রেদওয়ানু কারীম রাবিদ, মুফতী খাইরুজ্জামান, এনসিপি সদর উপজেলা প্রতিনিধি মোঃ আরিফ রেজা এবং ছাত্র প্রতিনিধি মেশকাত আরেফিন (শাকিল)।