সারাদেশ

ঠাকুরগাঁও – ২ আসনের মানুষসহ দেশবাসীকে জামায়াত নেতা আব্দুল হাকিমের  ঈদ শুভেচ্ছা

মোঃ মনিরুজ্জামান অনিকঃবালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে ঠাকুরগাঁও দুই আসনসহ(বালিয়াডাঙ্গী ও আংশিক হরিপুর)দেশবাসীকে পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ঠাকুরগাঁও দুই আসনের গণমানুষের নেতা  সাবেক অধ্যাপক ও ঠাকুরগাঁও দুই আসনের  জামাত ইসলামের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মোঃ আব্দুল হাকিম।
শুভেচ্ছা বার্তায় তিনি জানান, দীর্ঘ এক মাস সিয়াম সাধনায় আমরা যে ত্যাগ ও সংযমের শিক্ষা লাভ করেছি তা যেন আমরা সারাবছরই এই রমজানের শিক্ষায় উজ্জীবিত থাকতে পারি।তিনি বলেন জাতি এবার এমন এক সময়ে পবিত্র ঈদুল ফিতর পালন করতে যাচ্ছে, যখন দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে।আমি আশা করি সৈরাচারী সরকারের আমলের থেকে এবার সাধারণ মানুষ ঈদের আনন্দ বেশি উপভোগ করবে।

পবিত্র ঈদ-উল ফিতরের খুশির দিনে দেশ ও মানুষের ভাগ্য উন্নয়নের পক্ষে শপথ নিতে সকলের প্রতি আহবান জানাচ্ছি। আসুন দেশেরসুবিধা বঞ্চিত এবং হতদরিদ্রদের প্রতি সহনশীল হই।সবাই মিলেমিশে দেশ ও দশের হয়ে কাজ করি।
ঈদ-উল ফিতরের শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সকল হিংসা,বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ন্যায়, সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব,সহানুভূতি, মানবতা ও মহামিলনের এক ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণসমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করা ।
তিনি আরও বলেন, আমরা যে যেখানেই থাকি না কেন ঘনিষ্ঠজন,নিকটজনসহ সবাই ঈদের আনন্দ ভাগ করে নেব।ঈদ-উল ফিতরের দিনে বাংলাদেশের প্রতিটি গৃহে প্রবাহিতহোক শান্তির অমীয় ধারা।

প্রিয় দেশবাসীর ভালোবাসায় সিক্ত সংগঠন বাংলাদেশ জামায়েত ইসলামী এবং আমার নিজের পক্ষ থেকে  আমি দেশবাসীর সুখ-শান্তি,সমৃদ্ধি,সুস্বাস্থ্য ও নিরাপদ জীবন কামনা করছি। সেই সাথে আমি ঠাকুরগাঁও দুই আসন সহ গোটা দেশবাসীকে আন্তরিকভাবে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জ্ঞাপন করছি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং