ময়মনসিংহ প্রতিনিধি :
ভারতের বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করায় ময়মনসিংহের ফুলবাড়ীয়া প্রেস ক্লাবের পক্ষ থেকে ড. জাহাঙ্গীর আলমকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) বিকাল ৫টায় ফুলবাড়ীয়া উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে ক্লাবের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম তাঁর হাতে সংবর্ধনা ও শুভেচ্ছা স্মারক তুলে দেন।
ফুলবাড়ীয়া উপজেলার বরুকা গ্রামের কৃতি সন্তান ড. জাহাঙ্গীর আলম তাঁর কঠোর অধ্যবসায়, সামাজিক দায়িত্ববোধ ও শিক্ষাগত প্রতিভার মাধ্যমে নিজেকে আন্তর্জাতিক মানের একজন গবেষক ও সাংস্কৃতিক নেতৃত্বদায়ী ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। ভারতের পশ্চিমবঙ্গের অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগ থেকে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তাঁর গবেষণার শিরোনাম ছিল “ভারত ও বাংলাদেশের সুন্দরবনের নির্বাচিত মাছ বাজারের মৎস্য পণ্যের বিপণন দিকগুলির উপর একটি গবেষণা”। ২০২৫ সালের ১১ এপ্রিল আনুষ্ঠানিকভাবে তাঁর গবেষণা গৃহীত হয়। গবেষণার তত্ত্বাবধায়ক ছিলেন বিশিষ্ট অধ্যাপক ড. অভিজিৎ পাকিরা।
সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তরের সাংবাদিক রফিক আহমেদ মিঠু, দৈনিক যায়যায়দিনের নুরুল ইসলাম খান, দৈনিক ইত্তেফাকের মোঃ আবুল কালাম,দৈনিক সমকালের কবীর উদ্দিন সরকার হারুন, দৈনিক জনবাণী’র সাইফুল ইসলাম তরফদার,দৈনিক কালের কণ্ঠের আব্দুল হালিম,দৈনিক আজকের ময়মনসিংহ নজরুল ইসলাম খান, দৈনিক আমাদের সময়ের আঃ সাত্তার, দৈনিক রূপান্তরের আশরাফুল ইসলাম আসাদ,দৈনিক বাংলার আল আমিন,দৈনিক জবাব দিহির রফিকুল ইসলাম মানিক,দৈনিক ব্রহ্মপুত্র এক্সপ্রেস আঃ কাদের আকন্দ, দৈনিক সংগ্রামের শফিকুল ইসলাম, দৈনিক আলোকিত প্রতিদিনের হাসান ফখরুল প্রমুখ।