দিনাজপুরে ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে জেলা বিএনপি’র বিজয় র্যালী অনুষ্ঠিত

মোঃমোমিনুল ইসলাম (দিনাজপুর)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দিনাজপুর জেলা শাখার আয়োজনে ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ৬ আগস্ট-২০২৫ বুধবার বিকেলে দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে জেলা বিএনপি’র সভাপতি এ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ এর নেতৃত্বে বিজয় র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুণরায় একই স্থানে এসে শেষ হয়।
উক্ত বিজয় র্যালীতে অংশ নেন জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মোর্কারম হোসেন, সহ-সভাপতি মাহবুব আহমেদ, খালেকুজ্জামান বাবু, হাফিজুর রহমান সরকার, আখতারুজ্জামান জুয়েল, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক (স্থগিতকৃত) বখতিয়ার আহমেদ কচি, দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা আইনজীবী সমিতির সভাপতি বিএনপি নেতা এ্যাডভোকেট আব্দুল হালিম, জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও দিনাজপুর-২ আসনের ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী আ.ন.ম বজলুর রশিদ কালু, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, আনিসুর রহমান বাদশা (১নং চেহেলগাজী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান) দপ্তর সম্পাদক আখতারুজ্জামান আক্তার, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মহিউদ্দীন মন্ডল বকুল, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর শাহীন সুলতানা বিউটি, কেন্দ্রীয় কৃষক দলের সদস্য শাহীন খান, জেলা কমিটির যুগ্ম আহবায়ক পাভেল সহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, মহিলাদল, তরুনদল, শিক্ষক-কর্মচারী ঐক্যজোট দিনাজপুর জেলা শাখাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
র্যালীর পূর্বে জেলা বিএনপি’র সভাপতি এ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ এর সঞ্চালনায় ইনস্টিটিউট মঞ্চে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ