সারাদেশ

দিনাজপুর মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন ও পরিচিতিমুলক ক্লাশ অনুষ্ঠিত

মোঃমোমিনুল ইসলাম (দিনাজপুর)

 

দিনাজপুর মেডিকেল কলেজের অডিটোরিয়াম হলে ২০২৪-২০২৫ সেশন ১ম বর্ষ, ৩৪ ব্যাচ-এর ছাত্র-ছাত্রীদের এমন. বি. বি.এস কোর্স-এর ওরিয়েন্টেশন ও পরিচিতিমুলক ক্লাশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (১৭ জুন ২০২৫) সকাল সারে ৯টায় সময় দিনাজপুর মেডিকেল   কলেজের অডিটোরিয়াম হলে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ সেখ সাদেক আলী এর সভাপতিত্বে আমন্ত্রিত অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর মেডিকেল কলেজে হাসপাতালের পরিচালক ডা: মোঃ ফজলুর রহমান, দিনাজপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা: মোঃ মোজাম্মেল হোসেন, দিনাজপুর মেডিকেল কলেজ ছাত্রাবাসের হোস্টেল সুপার ডাঃ শাহ মোঃ ইসমাইল হোসেন, দিনাজপুর মেডিকেল কলেজ ছাত্রীনিবাসের হোস্টেল সুপার ডাঃ লায়লা ফেরদৌস ও ডাঃ লিপিকা রানী অধিকারী।


অনুষ্ঠিত ওরিয়েন্টেশন এবং পরিচিতিমূলক ক্লাশ-২০২৫ অনুষ্ঠানের শুরুতেই দিনাজপুর মেডিকেল কলেজের ২০২৪-২০২৫ সেশনের প্রথম বর্ষের ২০০ শিক্ষার্থীদের একটি পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। পরিচিতি পর্ব শেষে দিনাজপুর মেডিকেল কলেজের ক্যাম্পাস ও বিভাগ এবং কলেজের সর্ব বিষয় নিয়ে একটি ডকুমেন্টারি উপস্থাপন করা হয়। সর্বশেষে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ দিকনির্দেশনা ও গঠনমূলক বক্তব্য প্রদান করেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,