খেলাধুলা সারাদেশ

নওগাঁয় ক্রিকেটসিয়া ইয়ুথ ফাউন্ডেশন আয়োজিত পৌর কাপ ক্রিকেট ফাইনাল অনুষ্ঠিত

সাইফুল ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধি :

 

নওগাঁয় ক্রিকেটসিয়া ইয়ুথ ফাউন্ডেশন আয়োজিত পৌর কাপ ক্রিকেট ফাইনাল খেলায় ৮নং ওয়ার্ডের দাপুটে শিরোপা জয় নওগাঁ জেলা স্টেডিয়ামে জমজমাট ফাইনালের মধ্যদিয়ে শেষ হলো ক্রিকেটসিয়া ইয়ুথ ফাউন্ডেশন আয়োজিত পৌর কাপ ক্রিকেট। শিরোপা উঠেছে ৮নং ওয়ার্ডের হাতে। তারা ৫ উইকেটে পরাজিত করেছে ৫নং ওয়ার্ডকে। ৮ নং ওয়ার্ডের মনোরঞ্জন কুমার মনো খেলেছেন পুরো ফাইনালের সবচেয়ে প্রভাবশালী ইনিংস। ১৯ বলে ৪২ রানের ঝড়ো পারফরম্যান্স তাকে এনে দিয়েছে ম্যান অব দ্য ম্যাচ। টুর্নামেন্টজুড়ে ধারাবাহিকতার জন্য সেরা খেলোয়াড় হয়েছেন একই ওয়ার্ডের শাহীন।

ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক নূর-ই-আলম মিঠু। তরুণদের বিকাশ, খেলাধুলার ইতিবাচক শক্তি এবং ক্রিকেটসিয়ার অবদান নিয়ে তিনি উৎসাহব্যঞ্জক বক্তব্য রাখেন। বিশেষ অতিথি ছিলেন, ডানা পার্কের স্বত্বাধিকারী এম মাসুদ রানা, ইঞ্জিনিয়ার এস এম এনামুল হক বাবু, আল-মাহমুদ, সজল রানা, আবুল কালাম আজাদসহ আরো অনেকে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্রিকেটসিয়া ইয়ুথ ফাউন্ডেশনের সভাপতি সোহাগ গাজীউল।

ক্রিকেটসিয়ার পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেন সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম রিজভীসহ সংগঠনের অন্যান্য কর্মকর্তারা।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,