নওগাঁয় জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন

তৌফিক তাপস, নওগাঁ জেলা প্রতিনিধি : “জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁয় ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ মে) সকাল সাড়ে ১১টার নওগাঁ জেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে নওগাঁ বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ প্রাজ্ঞনে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আব্দুল আউয়াল।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাদিয়া আফরিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডেপুটি সিভিল সার্জন মুনির আলি আকন্দ নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ সামসুল হক সহ আরও অনেকে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি মেলায় বিভিন্ন স্টল পরিদর্শন করেন।