সারাদেশ

নওগাঁয় ডিপ্লোমা নার্সদের স্নাতক ডিগ্রী সম্মানের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি

 

তৌফিক তাপস, নওগাঁ জেলা প্রতিনিধ: নওগাঁয় ডিপ্লোমা নার্সদের স্নাতক ডিগ্রি সমমানের (ডিগ্রী পাস কোর্স) মর্যাদার দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে ডিপ্লোমা নার্সের শিক্ষার্থীরা। আজ সোমবার সকাল সাড়ে ১১ টায় শহরের কাজীর মোড়ে এ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে ডিপ্লোমা নার্সের শিক্ষার্থীরা। বাংলাদেশ ডিপ্লোমা নার্সেস ইউনিয়ন নওগাঁ জেলা শাখার ব্যানারে কয়েক শত শিক্ষার্থী ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এবং মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রী পাস কোর্স) এর মর্যাদা দাবী সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে রাস্তার পাশে বিক্ষোভ করেন। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, তারা এসএসসি এবং এইচএসসি পাশ করার পর তিন বছর মেয়াদী একটি কোর্স করেন যেটাকে ডিপ্লোমা ডিগ্রি বলা হচ্ছে কিন্তু এইচএসসি পাশ করার পর জেনারেল শাখায় তিন বছর মেয়াদী ডিগ্রী পাস কোর্সের মর্যাদা দেওয়া হয়, কিন্তু ডিপ্লোমা নার্সদের ডিগ্রী পাস কোর্সের সমমর্যাদা না দিয়ে তাদের ক্ষেত্রে বৈষম্য করা হয়েছে তাই তারা নানা ধরনের বৈষম্যের শিকার হচ্ছেন। তারা তাদের এ কোর্সকে ডিগ্রী পাস কোর্স এর মর্যাদা দেওয়ার দাবি তুলে ধরেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,