শিক্ষাঙ্গন সারাদেশ

নওগাঁয় স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ছাত্রকে আটক করেছে পুলিশ

সাইফুল ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধি :

নওগাঁয় স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে জাহিদ হোসেন (১৬) নামের এক স্কুল পড়ুয়া ছাত্রকে আটক করেছে নওগাঁর মান্দা থানা পুলিশ। আটককৃত জাহিদ হোসেন মান্দা উপজেলার চকবালু গ্রামের আনিছুর রহমানের ছেলে ও এবারের এসএসসি পরীক্ষার্থী বলে জানাগেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঐ ছাত্রীর সাথে ২ বছর আগে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলে জাহিদ হোসেন। সেই সুবাদে শুক্রবার সন্ধ্যা ৭ টারদিকে মান্দা উপজেলার বর্দ্দপুর গ্রামের সৌদি প্রবাসী জাইফুল হোসেনের বাড়ির সামনে রাস্তার পাশে এ ধর্ষণের ঘটনাটি ঘটে।

এ ঘটনায় ভিকটিম স্কুল ছাত্রীর মা আজ শনিবার সকালে জাহিদ হোসেনের বিরুদ্ধে মান্দা থানায় লিখিত এজাহার দাখিল করেন। এরপর দুপুরে উভয় পক্ষের অভিভাবক ও অভিযুক্ত জাহিদ থানায় আসলে তাকে আটক করেন পুলিশ।

এব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ মুনসুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, ভিকটিম ছাত্রীর অভিযোগের ভিত্তিতে নারী শিশু নির্যাতন দমনে আইনের (৯) ১ ধারায় মামলা হয়েছে। এরপর বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে এছাড়া ডাক্তারী পরীক্ষার জন্য ভিকটিম ছাত্রীকে নওগাঁ জেলা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টোপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,