Uncategorized

নিউইয়র্কে জুলাই শক্তিকে হেনস্তার প্রতিবাদে ইবিতে মানববন্ধন

ইবি প্রতিনিধি:

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হেনস্তার ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক তাসনিম জারার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর আড়াই টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক এস এম সুইট,  সাবেক সহ-সমন্বয়ক গোলাম রাব্বানী, ইয়াশিরুল কবির সৌরভ, পংকজ রায়-সহ সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

মানববন্ধন তারা বলেন, আওয়ামী গণহত্যাকারীদের দ্বারা যে হেনস্তার ঘটনা ঘটেছে এটা দেশেও হতে পারে আবার বিশ্ববিদ্যালয়েও হতে পারে। পাশাপাশি ইসলামী বিশ্ববিদ্যালয়ে এরকম ঘটনা ঘটানোর চেষ্টা চলছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে যে রুটিন ওয়ার্ক গুলো আছে এর বাইরে যদি তারা কোন কাজ করার চেষ্টা করে তাহলে তাদেরকে শিক্ষার্থীরা সম্মিলিতভাবে মোকাবেলা করবে। জুলাইয়ের পক্ষের শক্তি যারা জুলাইকে ধারণ করে তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা হয়েছে। এটা কোন বিচ্ছিন্ন ঘটনা না। এটা পতিত স্বৈরাচারের স্টেক যারা ছিল তাদের প্রয়াস ও প্রচেষ্টার ফসল। আমরা আশঙ্কা করছি তারা টার্গেট করে এই ঘটনাগুলো ঘটাচ্ছে। সেই জায়গা থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আহ্বান থাকবে অনতিবিলম্বে গণহত্যাকারীর যারা অংশীদার এবং যুক্ত তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে তারা হুঁশিয়ারি করে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের বিপক্ষে যারা অংশ নিয়েছিলো এবং হাসিনা রেজিমে যারা সুবিধা ভোগ করেছে ও সমর্থন দিয়েছে, আমরা ভাবেছিলাম এক বছরে এটা হয়তো তাদের বোধগম্য হবে এবং গ্লানি কাজ করবে যে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে। কারণ তারা  গণহত্যাকারীদের অংশীদার। কোন না কোন ভাবে তাদেরকে সহযোগিতা করেছে। যদি তারা সংশোধন না হয় তাহলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কোনভাবে ফ্যাসিবাদের পক্ষকে মাথা তুলে দাঁড়াতে দেওয়া হবে না। বিভিন্ন মাধ্যমে খবর পাচ্ছি তারা বিভিন্ন পন্থায় সংঘটিত হওয়ার চেষ্টা করছে। এই ধরনের সংঘটিত হওয়ার প্রচেষ্টা যদি তারা ধারাবাহিক রাখে তাহলে আমরা দাঁতভাঙ্গা জবাব দেব। আপনাদেরকে মোকাবেলা করতে আমরা প্রস্তুত আছি। আমরা যদি একসাথে হই এটাই আপনাদেরকে মোকাবেলার জন্য যথেষ্ট। জুলাই অভ্যুত্থানের হারানোর কিছুই নেই।

আমরা বর্তমানে যে জীবন যাপন করছি এটা সৃষ্টিকর্তা প্রদত্ত উপহার। সেক্ষেত্রে আমাদের পিছন ফেরার কোন সুযোগ নেই। বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক রাখতে আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে। দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনায় আপনারা যুক্ত হবেন না, যদি হন তাহলে আপনাদেরকে জবাবদিহিতার আওতায় আনা হবে।

উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টার সঙ্গে নিউইয়র্ক সফরে গিয়ে বিমানবন্দরে ডিম নিক্ষেপের শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন ও দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। এসময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামকেও গালমন্দ করা হয়েছে। যুক্তরাষ্ট্রে অবস্থানরত আওয়ামী লীগের উচ্ছৃংখল সমর্থকরা এ ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

Uncategorized সম্পাদকিয়

সম্পাদকের কথা

There are many variations of passages of Lorem Ipsum available but the majority have suffered alteration in that some injected
Uncategorized

PlayFortuna Casino

  • অক্টোবর ১৮, ২০২২
img { width: 750px; } iframe.movie { width: 750px; height: 450px; } Казино Play Fortuna ваши шансы на крупные выигрыши