নিরাপত্তা জোরদারে ইবির জিয়া হলে সিসিটভি ক্যামেরা স্থাপন

মিজানুর রহমান, ইবি প্রতিনিধি:
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ জিয়াউর রহমান হলে নিরাপত্তা জোরদার করতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। শনিবার (১৯ জুলাই) হলের প্রবেশপথে চারটি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়।
জানা যায়, গত বৃহস্পতিবার (১৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হল সংলগ্ন পুকুরে শহীদ জিয়াউর রহমান হলের ১০৯ নম্বর কক্ষে অবস্থানকারী আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর মরদেহ ভেসে ওঠে। তার মৃত্যু নিয়ে তদন্তে জানা যায় শহীদ জিয়াউর রহমান হলের সিসিটিভি ক্যামেরা গুলো অকেজো। এরই প্রেক্ষিতে শিক্ষার্থীদের দাবির মুখে এ সিসিটিভি ক্যামেরা গুলো স্থাপন করা হয়।
এ বিষয়ে শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী বলেন, “বিগত ১৭ জুলাই আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর অকাল মৃত্যতে হল পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। এ ঘটনার প্রেক্ষিতে আমরা হলে ছাত্রদেরকে আগামী রবিবারের মধ্যে হলে সিসিটিভি ক্যামেরা স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ রবিবারের আগেই আমি আমার প্রতিশ্রুতি পূরণ করতে পেরেছি। হলের বাকি সমস্যাগুলোও আমরা হল সংশ্লিষ্ট সকলকে সাথে নিয়ে দ্রুত সমাধান করে আমাদের হলটির আধুনিকায়ন করতে চাই। এ বিষয়ে আমি প্রশাসনসহ সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।”
তিনি আরোও বলেন, “সাজিদ আব্দুল্লাহর অকাল মৃত্যু আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য একটি অপূরণীয় ক্ষতি। আমরা হল প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করেছি। তদন্ত কমিটি ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে। আগামী দশ কার্যদিবসের মধ্যে আমরা এ তদন্তের রিপোর্ট জমা দিবো ইনশাআল্লাহ।”