সারাদেশ

পটুয়াখালীতে আতশবাজি ফোটাতে গিয়ে শিশুর মৃত্যু, আহত ২

আসাদুল্লাহ হাসান মুসা,পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ- পটুয়াখালীতে আতশবাজি বিস্ফোরণের ঘটনায় মোহাম্মদ রাফি (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে, পাশাপাশি দুই কিশোরের হাত ও চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রোববার (৩০ মার্চ) রাত ৯টার দিকে জেলা শহরের মুন্সেফপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত রাফি পৌর নিউমার্কেট এলাকার মাছ ব্যবসায়ী মানির হাওলাদারের ছেলে এবং স্থানীয় একটি মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র ছিল। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, রাফি আতশবাজি ফোটানোর সময় সেটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে আতশবাজির একটি অংশ তার শ্বাসনালিতে প্রবেশ করে গুরুতর আহত করে। স্বজনেরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

এ ছাড়া, সদর উপজেলার হকতুল্লা গ্রামে একই রাতে আরেকটি আতশবাজি বিস্ফোরণের ঘটনায় মো. বেলাল তালুকদার (১৬) ও তার চাচাতো ভাই মো. রাব্বি (১৫) গুরুতর আহত হয়। তাদের হাতের তালু ও আঙুল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, পাশাপাশি বেলালের বাঁ চোখেও গুরুতর আঘাত লেগেছে। পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

আহতদের ফুফা সিদ্দিকুর রহমান জানান, চিকিৎসকদের মতে, বেলালের হাতের একটি অংশ কেটে ফেলতে হতে পারে। পরিবারের সদস্যরা তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে নিয়ে যাচ্ছেন।

 

প্রসঙ্গত, জনস্বাস্থ্য ও জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর হওয়ায় পটকা, আতশবাজি ও ফানুস ওড়ানোকে নিষিদ্ধ ঘোষণা করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। তবুও নিয়মিতভাবে এ ধরনের দুর্ঘটনা ঘটে চলেছে, যা জনসাধারণের জন্য উদ্বেগজনক।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং