পটুয়াখালীতে নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে শিক্ষার্থীদের মশাল মিছিল

আসাদুল্লাহ হাসান মুসা, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ- দেশজুড়ে অব্যাহত ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এবং নারী-শিশুসহ সকল মানুষের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে পটুয়াখালীতে প্রতিবাদী মশাল মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
সোমবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় পটুয়াখালীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হওয়া এই মিছিল চৌরাস্তা গিয়ে শেষ হয়। মশাল হাতে শিক্ষার্থীরা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জোরালো প্রতিবাদ জানান।
মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা ধর্ষকদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, দেশে নারীরা আজ নিরাপত্তাহীন। প্রতিনিয়ত ধর্ষণ, নির্যাতনের ঘটনা ঘটছে, অথচ অধিকাংশ ক্ষেত্রেই বিচার হয় না। ধর্ষকদের কঠোর শাস্তি নিশ্চিত না করলে এমন ঘটনা বন্ধ হবে না।
প্রতিবাদকারী শিক্ষার্থীরা জানান, নারীর নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। বিচারহীনতার সংস্কৃতি বন্ধ না হলে অপরাধীরা আরও সাহস পাবে। তাই ধর্ষণকারীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি কার্যকর করার আহ্বান জানান তারা।
মিছিলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন এবং নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য সবাইকে আহ্বান জানান।