পটুয়াখালীতে প্রতিবন্ধী কিশোরী ধর্ষন, মূল অভিযুক্ত গ্রেপ্তার

আসাদুল্লাহ হাসান মুসা,পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ- পটুয়াখালীর বাউফল উপজেলায় বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষনের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মো. হোসেন হাওলাদার (২৮) অবশেষে গ্রেপ্তার হয়েছে। পুলিশ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) গভীর রাতে দশমিনা উপজেলার আমতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে এক আত্মীয়ের বাড়ি থেকে হোসেনকে গ্রেপ্তার করা হয়। শনিবার (১৫ ফেব্রুয়ারি) আদালতে হাজির করার পর তাকে পটুয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়।
মামলার তথ্য অনুযায়ী, গত ৭ ফেব্রুয়ারি দুপুরে কর্পূরকাঠি গ্রামের এক বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে কৌশলে পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষন করা হয়। অভিযুক্ত হোসেন হাওলাদার এই কাজে লিপ্ত ছিল বলে অভিযোগ রয়েছে। ধর্ষনের পর বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগীর পরিবার প্রতিবাদ করে। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত হোসেন, তার বাবা সেলিম হাওলাদার ও ভাই মো. হাসান তাদের ওপর হামলা চালায়, যার ফলে কিশোরীর মা ও ফুফু মারাত্মকভাবে আহত হন।
ঘটনার পর ভুক্তভোগীর বাবা বাদী হয়ে বাউফল থানায় মামলা করেন। পুলিশ প্রথমে হোসেনের বাবা ও ভাইকে গ্রেপ্তার করলেও, হোসেন পালিয়ে যায়। পরে দীর্ঘ অভিযান চালিয়ে তাকে দশমিনা থেকে আটক করা হয়।
ভুক্তভোগীর মা জানান, ঘটনার সময় তিনি পাশের বাড়িতে ছিলেন। ফিরে এসে মেয়েকে খুঁজে না পেয়ে চারদিকে খোঁজ করতে থাকেন। একপর্যায়ে একটি পরিত্যক্ত ঘর থেকে মেয়ের চিৎকার শুনে সেখানে ছুটে যান এবং দেখতে পান, হোসেন দৌড়ে পালিয়ে যাচ্ছে। ঘটনার পর থেকে তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানান তিনি।
বাউফল থানার ওসি আরও বলেন, “ভুক্তভোগী কিশোরীকে চিকিৎসার জন্য পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্ত শেষে দ্রুত চার্জশিট দাখিল করা হবে।”