পবিপ্রবিতে বিএনপির দুই-গ্রুপের সংঘর্ষ, আহত ২

আসাদুল্লাহ হাসান মুসা,পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ- পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর আগমনকে কেন্দ্র করে দলটির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্ত বাংলা চত্বরে এ সংঘর্ষ ঘটে। এতে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম ও সদস্য মতিউর রহমান দিপু আহত হন। তাদের দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্র জানায়, ২৬ ফেব্রুয়ারি পবিপ্রবি দিবস উদযাপন উপলক্ষে প্রশাসনের সঙ্গে প্রস্তুতিমূলক সভায় অংশ নিতে ক্যাম্পাসে যান আলতাফ হোসেন চৌধুরী। তবে তার আগমন নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্র জানায়, বিএনপি নেতা আনোয়ার হোসেন হাওলাদারের গ্রুপকে না জানিয়ে অপর পক্ষের নেতাকর্মীদের দাওয়াত দেওয়ায় তারা ক্ষুব্ধ হয়ে মুক্ত বাংলা চত্বরে জড়ো হন। এরপর মতিউর রহমান দিপু ও তার অনুসারীরা ক্যাম্পাসে প্রবেশ করলে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়, যা একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়।
বিএনপি নেতা আনোয়ার হোসেন হাওলাদার বলেন, “ত্যাগী নেতাদের উপেক্ষা করায় এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।”
উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান বলেন, “দলের ভাইস-চেয়ারম্যান হয়েও আলতাফ হোসেন চৌধুরীর আগমনের বিষয়ে আমরা কিছুই জানতাম না।”
এ বিষয়ে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন,‘বিএনপি নেতা মতিউর রহমান দিপুসহ তাদের সমর্থকদের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। মামলার তদন্তের স্বার্থে এই মুহূর্তে তাদের নাম প্রকাশ করা হচ্ছে না। দোষীদের বিরুদ্ধে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। বর্তমানে ক্যাম্পাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন দুমকি থানা পুলিশ।